ICC Champions Trophy 2025 Live

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানে হার পাকিস্তানের, কী হল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে?

আট বছর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি। বুধবার থেকে শুরু হল সেই প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মুখোমুখি পাকিস্তান এবং নিউ জ়িল্যান্ড। করাচিতে শুরু হল এ বারের প্রতিযোগিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৩
Share:

নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৩ key status

৬০ রানে হার পাকিস্তানের

করাচিতে হেরে গেল পাকিস্তান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬০ রানে হার তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভাল হল না মহম্মদ রিজ়ওয়ানদের।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৩ key status

আউট আফ্রিদি

১৩ বলে ১৪ রান করে আউট শাহিন আফ্রিদি। 

Advertisement
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৪ key status

আউট বাবর

৬৪ রান করে আউট বাবর। একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান। এখনও ১৬৮ রানে পিছিয়ে তারা। হাতে রয়েছে ৪ উইকেট এবং ১৬ ওভার।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৫ key status

আউট তাহির

আউট হলেন তায়াব তাহির। স্যান্টনারের বলে ক্যাচ দিলেন তিনি। ৫ বলে ১ রান করে আউট তাহির।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১১ key status

আউট সলমন

২৮ বলে ৪২ রান করে আউট সলমন। তিনি রানের গতি বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু স্মিথের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সলমন।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৭ key status

আউট ফখর

বোল্ড হলেন ফখর। নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার ব্রেসওয়েলের বলে সুইপ মারতে গিয়ে বোল্ড হলেন তিনি। চোটের কারণে স্বচ্ছন্দে ব্যাট করতে পারছিলেন না ফখর। ৪১ বলে ২৪ রান করে আউট হলেন তিনি।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১ key status

চোট নিয়েই খেলছেন ফখর

ওপেনার ফখরের চোট সারেনি। তিনি চোট নিয়েই ব্যাট করছেন। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে অনেক ক্ষণ ফিল্ডিং করতে পারেননি। ব্যাট করতে নেমে দ্রুত দৌড়তে পারছেন না। শট খেলতে গিয়েও সমস্যায় পড়ছেন।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২ key status

আউট রিজ়ওয়ান

প্রায় উড়ে গিয়ে বাঁ হাতে ক্যাচ নিলেন গ্লেন ফিলিপ্স। আউট রিজ়ওয়ান। ৩ রান করে সাজঘরে ফিরলেন পাক অধিনায়ক। ১০ ওভারে ২২ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪ key status

আউট সাউদ শাকিল

শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। ১৯ বলে ৬ রান করে আউট হলেন সাউদ শাকিল। ৮ রানে প্রথম উইকেট পড়ল পাকিস্তানের। 

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৩ key status

পাকিস্তানের লক্ষ্য ৩২১

পাকিস্তানের বিরুদ্ধে ৩২০ রান তুলল নিউ জ়িল্যান্ড। শতরান করলেন উইল ইয়ং (১০৭) এবং টম লাথাম (১১৮ রানে অপরাজিত)। ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপ্স। তাঁদের দাপটেই ৩২০ রান তুলে নিল কিউয়িরা। পাকিস্তানের হয়ে নাসিম শাহ এবং হ্যারিস রউফ দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন আবরার আহমেদ।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩ key status

শতরান লাথামের

এ বার শতরান করলেন টম লাথাম। ৯৫ বলে শতরান করলেন তিনি। ইয়ং এবং লাথামের শতরানে দাপট দেখাচ্ছে নিউ জ়িল্যান্ড।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮ key status

শতরান ইয়ংয়ের

পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন ইয়ং। ১০৭ বলে শতরান করলেন কিউয়ি ব্যাটার। 

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫১ key status

৩০ ওভার শেষে ১৪৮/৩

শেষ ১০ ওভারে ৫৫ রান করেছে নিউ জ়িল্যান্ড। ৩০ ওভারে তুলেছে ১৪৮ রান। শেষ ২০ ওভারে অন্তত আরও ১৫০ রান করতে চাইবে কিউয়িরা। হাতে ৭ উইকেট থাকায় কাজটা খুব কঠিন নয়। ক্রিজ়ে রয়েছেন ইয়ং (৮৯ রানে অপরাজিত)। লাথাম ব্যাট করছেন ৩৫ রানে।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৪ key status

২০ ওভার শেষে ৯৩/৩

২০ ওভারে ৯৩ রান তুলেছে নিউ জ়িল্যান্ড। পাকিস্তানের বোলারদের চাপে দ্রুত রান তুলতে পারছে না তারা। তিনটি উইকেটও হারাতে হয়েছে। ওপেনার ইয়ং অর্ধশতরান করেছেন। তিনি ৬৩ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন টম লাথাম।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬ key status

আউট মিচেল

আউট হলেন ড্যারিল মিচেল। নিউ জ়িল্যান্ডের ব্যাটার ১০ রান করে সাজঘরে ফিরলেন। হ্যারিস রউফের বলের গতি বুঝতে পারেননি তিনি। ঠিক সময়ে ব্যাটে-বলে হয়নি। ক্যাচ চলে যায় শাহিন আফ্রিদির হাতে। ৭৩ রানে তৃতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

ড্যারিল মিচেলের উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস পাক ক্রিকেটারদের। ছবি: রয়টার্স।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২ key status

১৫ ওভার শেষে ৭১/২

রানের গতি কিছুটা কম নিউ জ়িল্যান্ডের। দুই উইকেট চলে যাওয়ার পর ধরে খেলার চেষ্টা করছেন কিউয়ি ব্যাটারেরা। ইয়ং অর্ধশতরানের পথে। 

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪ key status

আক্রমণে রউফ

পাঁচ ওভার বল করানোর পর বিশ্রাম দেওয়া হল নাসিমকে। সেই জায়গায় হ্যারিস রউফকে আক্রমণে নিয়ে এলেন রিজ়ওয়ান। প্রথম বলেই তাঁকে ছক্কা মারলেন ইয়ং।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭ key status

১০ ওভার শেষে ৪৮/২

প্রথম ১০ ওভারে ৪৮ রান তুলল নিউ জ়িল্যান্ড। ২ উইকেট হারিয়েছে তারা। কনওয়ে (১০) এবং উইলিয়ামসন (০) আউট হয়ে গিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন আবরার এবং নাসিম। নিউ জ়িল্যান্ডের হয়ে ব্যাট করছেন ওপেনার উইল ইয়ং এবং চার নম্বরে নামা ড্যারিল মিচেল।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৬ key status

আউট উইলিয়ামসন

নাসিমের বলে আউট উইলিয়ামসন। মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন তিনি। ব্যাট সরানোর সুযোগ পাননি উইলিয়ামসন। নাসিমের বলে খোঁচা দিলেন তিনি। ক্যাচ ধরলেন উইকেটরক্ষক রিজ়ওয়ান। পর পর উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।

কেন উইলিয়ামসনকে আউট করে উচ্ছ্বাস নাসিম শাহের। ছবি: রয়টার্স।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৯ key status

আউট কনওয়ে

স্পিনারেই সাফল্য। উইকেট নিলেন আবরারই। লেগ স্পিনারের ক্যারম বলে বোল্ড কনওয়ে। ১৭ বলে ১০ রান করে আউট কিউয়ি ওপেনার।

পাকিস্তানের স্পিনার আবরারের বলে বোল্ড হলেন ডেভন কনওয়ে। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement