নিউ জ়িল্যান্ডের ক্রিকেটারদের উল্লাস। ছবি: রয়টার্স।
করাচিতে হেরে গেল পাকিস্তান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৬০ রানে হার তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভাল হল না মহম্মদ রিজ়ওয়ানদের।
৬৪ রান করে আউট বাবর। একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান। এখনও ১৬৮ রানে পিছিয়ে তারা। হাতে রয়েছে ৪ উইকেট এবং ১৬ ওভার।
আউট হলেন তায়াব তাহির। স্যান্টনারের বলে ক্যাচ দিলেন তিনি। ৫ বলে ১ রান করে আউট তাহির।
২৮ বলে ৪২ রান করে আউট সলমন। তিনি রানের গতি বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু স্মিথের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন সলমন।
বোল্ড হলেন ফখর। নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার ব্রেসওয়েলের বলে সুইপ মারতে গিয়ে বোল্ড হলেন তিনি। চোটের কারণে স্বচ্ছন্দে ব্যাট করতে পারছিলেন না ফখর। ৪১ বলে ২৪ রান করে আউট হলেন তিনি।
ওপেনার ফখরের চোট সারেনি। তিনি চোট নিয়েই ব্যাট করছেন। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে অনেক ক্ষণ ফিল্ডিং করতে পারেননি। ব্যাট করতে নেমে দ্রুত দৌড়তে পারছেন না। শট খেলতে গিয়েও সমস্যায় পড়ছেন।
প্রায় উড়ে গিয়ে বাঁ হাতে ক্যাচ নিলেন গ্লেন ফিলিপ্স। আউট রিজ়ওয়ান। ৩ রান করে সাজঘরে ফিরলেন পাক অধিনায়ক। ১০ ওভারে ২২ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।
শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। ১৯ বলে ৬ রান করে আউট হলেন সাউদ শাকিল। ৮ রানে প্রথম উইকেট পড়ল পাকিস্তানের।
পাকিস্তানের বিরুদ্ধে ৩২০ রান তুলল নিউ জ়িল্যান্ড। শতরান করলেন উইল ইয়ং (১০৭) এবং টম লাথাম (১১৮ রানে অপরাজিত)। ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপ্স। তাঁদের দাপটেই ৩২০ রান তুলে নিল কিউয়িরা। পাকিস্তানের হয়ে নাসিম শাহ এবং হ্যারিস রউফ দু’টি করে উইকেট নেন। একটি উইকেট নেন আবরার আহমেদ।
এ বার শতরান করলেন টম লাথাম। ৯৫ বলে শতরান করলেন তিনি। ইয়ং এবং লাথামের শতরানে দাপট দেখাচ্ছে নিউ জ়িল্যান্ড।
পাকিস্তানের বিরুদ্ধে শতরান করলেন ইয়ং। ১০৭ বলে শতরান করলেন কিউয়ি ব্যাটার।
শেষ ১০ ওভারে ৫৫ রান করেছে নিউ জ়িল্যান্ড। ৩০ ওভারে তুলেছে ১৪৮ রান। শেষ ২০ ওভারে অন্তত আরও ১৫০ রান করতে চাইবে কিউয়িরা। হাতে ৭ উইকেট থাকায় কাজটা খুব কঠিন নয়। ক্রিজ়ে রয়েছেন ইয়ং (৮৯ রানে অপরাজিত)। লাথাম ব্যাট করছেন ৩৫ রানে।
২০ ওভারে ৯৩ রান তুলেছে নিউ জ়িল্যান্ড। পাকিস্তানের বোলারদের চাপে দ্রুত রান তুলতে পারছে না তারা। তিনটি উইকেটও হারাতে হয়েছে। ওপেনার ইয়ং অর্ধশতরান করেছেন। তিনি ৬৩ রানে অপরাজিত। সঙ্গে রয়েছেন টম লাথাম।
আউট হলেন ড্যারিল মিচেল। নিউ জ়িল্যান্ডের ব্যাটার ১০ রান করে সাজঘরে ফিরলেন। হ্যারিস রউফের বলের গতি বুঝতে পারেননি তিনি। ঠিক সময়ে ব্যাটে-বলে হয়নি। ক্যাচ চলে যায় শাহিন আফ্রিদির হাতে। ৭৩ রানে তৃতীয় উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
ড্যারিল মিচেলের উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস পাক ক্রিকেটারদের। ছবি: রয়টার্স।
রানের গতি কিছুটা কম নিউ জ়িল্যান্ডের। দুই উইকেট চলে যাওয়ার পর ধরে খেলার চেষ্টা করছেন কিউয়ি ব্যাটারেরা। ইয়ং অর্ধশতরানের পথে।
পাঁচ ওভার বল করানোর পর বিশ্রাম দেওয়া হল নাসিমকে। সেই জায়গায় হ্যারিস রউফকে আক্রমণে নিয়ে এলেন রিজ়ওয়ান। প্রথম বলেই তাঁকে ছক্কা মারলেন ইয়ং।
প্রথম ১০ ওভারে ৪৮ রান তুলল নিউ জ়িল্যান্ড। ২ উইকেট হারিয়েছে তারা। কনওয়ে (১০) এবং উইলিয়ামসন (০) আউট হয়ে গিয়েছেন। একটি করে উইকেট নিয়েছেন আবরার এবং নাসিম। নিউ জ়িল্যান্ডের হয়ে ব্যাট করছেন ওপেনার উইল ইয়ং এবং চার নম্বরে নামা ড্যারিল মিচেল।
নাসিমের বলে আউট উইলিয়ামসন। মাত্র ১ রান করে আউট হয়ে গেলেন তিনি। ব্যাট সরানোর সুযোগ পাননি উইলিয়ামসন। নাসিমের বলে খোঁচা দিলেন তিনি। ক্যাচ ধরলেন উইকেটরক্ষক রিজ়ওয়ান। পর পর উইকেট হারাল নিউ জ়িল্যান্ড।
কেন উইলিয়ামসনকে আউট করে উচ্ছ্বাস নাসিম শাহের। ছবি: রয়টার্স।