উচ্ছ্বাস নিউ জ়িল্যান্ডের। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান মিলারের। যদিও ম্যাচ জেতাতে পারলেন না তিনি। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ ৩১২ রানে। ৫০ রানে হারল তারা। ফাইনালে উঠল নিউ জ়িল্যান্ড। রবিবার ভারতের বিরুদ্ধে খেলবে তারা।
একাই লড়াই করছেন মিলার। ৯ উইকেট পড়ে গেলেও লড়াই ছাড়েননি তিনি। ৪৭ বলে ৫১ রান করেছেন। তাঁর ব্যাটেই এখনও আশা বেঁচে দক্ষিণ আফ্রিকার।
৪০ ওভারে ২২৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেট হারিয়েছে তারা। জয়ের জন্য এখনও ১৪০ রান প্রয়োজন। হাতে রয়েছে ১০ ওভার।
একের পর এক উইকেট হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আউট মুল্ডার এবং জানসেন। ২১২ রানের মধ্যে সাত উইকেট চলে গেল। এখনও বাকি ১৫১ রান।
রাচিনের বলে তাঁর হাতেই ক্যাচ দিলেন মার্করাম। ৩১ রান করে আউট দক্ষিণ আফ্রিকার ব্যাটার। জয়ের আশা ক্রমশ কমছে দক্ষিণ আফ্রিকার।
৩ রান করে আউট ক্লাসেন। স্যান্টনারের বলে তিনি ক্যাচ দিলেন হেনরির হাতে। ক্যাচ ধরতে গিয়ে কাঁধে চোট লাগে তাঁর। ক্লাসেনের উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
৬৬ বলে ৬৯ রান করে আউট ডুসেন। দক্ষিণ আফ্রিকাকে টানছিলেন তিনি এবং বাভুমা। তাঁরা দু’জনেই আউট হয়ে গেলেন।
কভারে ক্যাচ দিলেন রিকেলটন। ১২ বলে ১৭ রান করে আউট হলেন তিনি। ম্যাট হেনরির বলে ক্যাচ দিলেন মাইকেল ব্রেসওয়েলের হাতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রেকর্ড গড়ল নিউ জ়িল্যান্ড। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করল তারা। ভেঙে গেল অস্ট্রেলিয়ার ৩৫৬ রানের রেকর্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩৫১ রান করেছিল। সেই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। তুলেছিল ৩৫৬ রান। লাহোরের মাঠেই সেই রেকর্ড তৈরি হয়েছিল। এ বারে নিউ জ়িল্যান্ড সেই মাঠে তুলল ৩৬২ রান। ফাইনালে উঠতে হলে রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে।
১০২ রান করে আউট হলেন উইলিয়ামসন। উইয়ান মুল্ডারের বলে ক্যাচ দিলেন লুঙ্গি এনগিডির হাতে।
কাগিসো রাবাডার বলে আউট রাচিন। ১০৮ রান করে তিনি ক্যাচ দিলেন উইকেটরক্ষক ক্লাসেনের হাতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে শতরান করলেন রাচিন। ওপেন করতে নেমে তিনি দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে দাপটে দেখালেন।
শতরানের উপর জুটি গড়ে ফেলেছেন উইলিয়ামসন এবং রাচিন। ইতিমধ্যেই শতরানের পথে পৌঁছে গিয়েছেন উইলিয়ামসন। অর্ধশতরান করে ফেলেছেন উইলিয়ামসন।
এনগিডির বল তুলে মারতে গিয়ে মার্করামের হাতে ক্যাচ দিলেন ইয়ং। ২১ রানে ফিরলেন তিনি।
নিউ জ়িল্যান্ডের প্রথম একাদশে রয়েছেন উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং উইল ও’রোর্ক।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে রয়েছেন রিয়ান রিকেলটন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রসি ভান ডার ডুসেন, এডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা এবং লুঙ্গি এনগিডি।
লাহোরে টস জিতল নিউ জ়িল্যান্ড। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল তারা। টস হেরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন, টস জিতলে তিনিও আগে ব্যাট করতেন।