ODI World Record

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক দিন আগে ভেঙে গেল ভারতের বিশ্বরেকর্ড, চূর্ণ ৪০ বছর আগের নজির

এক দিনের ক্রিকেটে নতুন রেকর্ড গড়ল আমেরিকা। ১৯৮৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে গড়া রেকর্ড হাতছাড়া হল ভারতের। আমেরিকা রেকর্ড গড়ল ওমানের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

পাকিস্তানের বিরুদ্ধে করা ৪০ বছরের পুরনো একটি রেকর্ড হাতছাড়া হল ভারতের। নতুন রেকর্ড গড়ল আমেরিকা। এক দিনের ক্রিকেটে প্রথমে ব্যাট করে ১২২ রান করেও ওমানকে ৫৭ রানে হারাল আমেরিকা। এত কম রান করেও এক দিনের ক্রিকেটে এর আগে কোনও দল জিততে পারেনি। বুধবার থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগের দিনই এক দিনের ক্রিকেটের একটি বিশ্বরেকর্ড হাতছাড়া হল ভারতের।

Advertisement

১৯৮৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত করেছিল ১২৫ রান। শারজার সেই ম্যাচ ভারত জিতেছিল ৩৮ রানে। এত দিন পর্যন্ত এক দিনের ক্রিকেটে প্রথমে ব্যাট করে সব চেয়ে কম রান করে ম্যাচ জেতার সেটাই ছিল রেকর্ড। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ১২২ রান করেও ম্যাচ জিতে ভারতের সেই রেকর্ড ভেঙে দিল আমেরিকা।

আগামী এক দিনের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল আমেরিকা এবং ওমান। মোনাঙ্ক পটেলের দলের ব্যাটারেরা ২২ গজে দাঁড়াতে পারেননি। বলার মতো রান শুধু ছ’নম্বরে ব্যাট করতে নামা মিলিন্দ কুমারের অপরাজিত ৪৭। ৩৫.৩ ওভারেই শেষ হয়ে যায় আমেরিকার ইনিংস। ওমানের সফলতম বোলার শাকিল আহমেদ ২০ রানে ৩ উইকেট নেন। ২২ রানে ২ উইকেট আমির কালিমের।

Advertisement

জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে ওমানের ইনিংস। তিন নম্বরে নামা হাম্মাদ মির্জা (২৯) ছাড়া কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। ওমানের চার জন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। ২৫.৩ ওভারে ৬৫ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। আমেরিকার হয়ে বল হাতে নজর কাড়লেন নসথুশ কেঞ্জিগে। তিনি ১১ রানে ৫ উইকেট নিয়েছেন। ১০ রান দিয়ে ২ উইকেট ইয়াসির মহম্মদের। ১৭ রানে ২ উইকেট মিলিন্দের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement