বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
কলকাতার ক্রিকেটপ্রেমীদের হতাশ করল বৈভব সূর্যবংশী। ইডেন গার্ডেন্সে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে রান পেল না বিহারের ব্যাটার। চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৪ বলের বেশি ২২ গজে টিকতে পারল না সুর্যবংশী।
ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ সূর্যবংশী। গত আইপিএল থেকে সূর্যবংশীকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আইপিএল ছাড়াও ভারতের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের হয়েও সাফল্য পেয়েছে ১৪ বছরের ব্যাটার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সূর্যবংশীর আগ্রাসী ব্যাটিং দেখার আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রথম ম্যাচে হতাশ করল সূর্যবংশী।
ইডেনে বিহারের সহ-অধিনায়ক ওপেন করতে নেমে ৪ বলে করেছে ১৪ রান। তার মধ্যে রয়েছে ২টি ছক্কা। এক বলে ২ রান নেন। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই আউট হয়ে গিয়েছে সূর্যবংশী। সন্দীপ শর্মার বলে এলবিডব্লিউ হয়ে যায় সূর্যবংশী। প্রত্যাশা মতো আগ্রাসী মেজাজে শুরু করলেও দলকে তেমন সাহায্য করতে পারল না। কিশোর ব্যাটার হতাশ করল তার গুণমুগ্ধদেরও। যদিও তার ৪ বলের ইনিংসও ঠাসা ছিল ক্রিকেটীয় বিনোদনে।
সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডব দেখার সুযোগ অবশ্য থাকছে কলকাতার ক্রিকেটপ্রেমীদের। ইডেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাস মিলিয়ে আরও ছ’টি ম্যাচ রয়েছে বিহারের। পরের ম্যাচগুলিতে জ্বলে উঠতেই পারে ১৪ বছরের ব্যাটার।