Vaibhav Suryavanshi

আইপিএল শেষ হওয়ার পর প্রথম মুখ খুলল ১৪ বছরের বৈভব, জানাল ভবিষ্যৎ পরিকল্পনা

প্রথম বার আইপিএল খেলতে নেমেই তাক লাগিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। আইপিএলের দ্রুততম শতরানের অধিকারী হয়েছে। পরের বছর সেই নজিরই ছাপিয়ে যেতে চায় সে। তবে আপাতত মনোযোগ ইংল্যান্ড সফরের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৫ ১৭:৩৫
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

প্রথম বার আইপিএল খেলতে নেমেই তাক লাগিয়ে দিয়েছে বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছরে অভিষেক হওয়াই নয়, গুজরাতের বিরুদ্ধে শতরান করেছে সে। আইপিএলের দ্রুততম শতরানের অধিকারী হয়েছে। পরের বছর সেই নজিরই ছাপিয়ে যেতে চায় সে। তবে আপাতত মনোযোগ ইংল্যান্ড সফরের দিকে।

Advertisement

আইপিএলের ওয়েবসাইটে বৈভব বলেছে, “আইপিএলে খেলা সকলের একটা স্বপ্ন থাকে। প্রথম মরসুম খেলে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। দলের হয়ে পরের মরসুমে কী করতে পারি সে ব্যাপারে অনেক কিছু শিখেছি।”

আইপিএলের মরসুমটা রাজস্থান ভুলে যেতে চাইলেও বৈভব ব্যক্তিগত ভাবে সাফল্য পেয়েছে। আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজ়ন’ পুরস্কার পেয়েছে। এই পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়াই লক্ষ্য তার।

Advertisement

বৈভব বলেছে, “যে ভুলগুলো করেছি সেগুলো নিয়ে পরের বছর বেশি করে খাটব। দলের হয়ে আরও বেশি অবদান রাখার চেষ্টা করব। পরের বছর আমার দলও যাতে ফাইনালে ওঠে তার জন্য এ বারের থেকে দ্বিগুণ ভাল পারফরম্যান্স করতে হবে আমায়। দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রাখার চেষ্টা করব।”

ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছে বৈভব। ২৪ জুন সেই সিরিজ় শুরু হচ্ছে। সুযোগ কাজে লাগাতে মরিয়া সে। বলেছে, “নতুন প্রতিযোগিতা। প্রথম বার ইংল্যান্ডে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হবে। কী ভাবে ওখানে ম্যাচ খেলা হয় দেখতে চাই। প্রস্তুতি ভালই হচ্ছে। ইংল্যান্ড থেকে ট্রফি নিয়ে ফিরতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement