Harmanpreet Kaur- Vaishnavi Sharma

বিশেষ উৎসব করতে হরমনকে রাজি করান বৈষ্ণবী

রবিবার দেখা গিয়েছে, প্রথমে দু’জনে হাত মেলান। তার পরে হাত মুঠো করে দু’জনে দু’জনের দিকে বাড়িয়ে দেন। এর পরে বিমান ওড়ার ভঙ্গিতে হাত নিজেদের দিকে নিয়ে আসেন। তার পরে জড়িয়ে ধরেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৮:১৩
Share:

অভিনব: হরমনপ্রীতের সঙ্গে মঙ্গলবার বৈষ্ণবীর সেই উৎসব। ছবি: পিটিআই।

শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজ়ে ইতিমধ‌্যে চুনকাম করেছেন হরমনপ্রীত কৌররা। তার সঙ্গেই চর্চায় উঠে এসেছে বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মার সঙ্গে চতুর্থ টি-টোয়েন্টি ম‌্যাচে হরমনপ্রীতের বিশেষ উৎসব। সেই উৎসবের নেপথ‌্য রহস‌্য ফাঁস করেছেন তরুণী স্পিনার নিজেই।

রবিবার দেখা গিয়েছে, প্রথমে দু’জনে হাত মেলান। তার পরে হাত মুঠো করে দু’জনে দু’জনের দিকে বাড়িয়ে দেন। এর পরে বিমান ওড়ার ভঙ্গিতে হাত নিজেদের দিকে নিয়ে আসেন। তার পরে জড়িয়ে ধরেন। ভারতীয় বোর্ডের দেওয়া এক ভিডিয়োয় বৈষ্ণবী জানিয়েছেন, তৃতীয় টি-টোয়েন্টির আগেই তাঁরা এই উৎসবের পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু সেই ম‌্যাচে তিনি উইকেট না পাওয়ায় সেই উৎসব করা হয়ে ওঠেনি।

চতুর্থ টি-টোয়েন্টিতে বৈষ্ণবী উইকেট পাওয়ার পরে হরমনপ্রীতের দিকে ছুটে গিয়ে এই উৎসব করেন। তরুণী স্পিনারের কথায়, “মাঠে নামার আগে টিম হাড্‌লে ঠিক করে নিয়েছিলাম, উইকেট পাওয়ার পরে মজার কিছু করে দেখাব। সেই আলোচনাতে হ‌্যারিদিকে বলি, ‘আমি উইকেট পাওয়ার পরে এই উৎসব করব। হ‌্যারিদিও রাজি হয়ে গিয়েছিল’।” তাঁর সংযোজন, “তৃতীয় ম‌্যাচে উইকেট না পাওয়ায় এই উৎসব করা হয়নি। তবে চতুর্থ ম‌্যাচে উইকেট নিয়ে নতুন ধরনের এই উৎসব করি।” শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ়ে পাঁচ উইকেট পেয়েছেন বৈষ্ণবী।

সিরিজ়ে একতরফা জয়ের পরে দীপ্তি শর্মা সেই ভিডিয়োয় বলেছেন, “আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে দারুণ লাগছে। পরিকল্পনা ছিল যত বেশি বল ব‌্যাটারদের খেলানো। পরিকল্পনা অনুযায়ী বল করে সাফল‌্য পেয়েছি। দলের জয়ে অবদান রাখার থেকে বড় আর কিছু নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন