IPL 2025

২৩ কোটি ৭৫ লক্ষ দিয়ে কেনা বেঙ্কটেশকে খেলাতে পারছে না কলকাতা, চেন্নাইয়ের বিরুদ্ধে দলে এলেন কে?

ফর্মে না থাকা বেঙ্কটেশের হাতে চোট রয়েছে বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। রান না পাওয়ার কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে কি না সেই প্রশ্ন থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ১৯:০৯
Share:

বেঙ্কটেশ আয়ার। —ফাইল চিত্র।

বেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়েই খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বুধবার খেলানো হচ্ছে না তাঁকে। ফর্মে না থাকা বেঙ্কটেশের হাতে চোট রয়েছে বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। রান না পাওয়ার কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে কি না সেই প্রশ্ন থাকছে।

Advertisement

নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে বেঙ্কটেশকে কিনেছিল কেকেআর। কিন্তু ১১ ম্যাচে ১৪২ রানের বেশি করতে পারেননি তিনি। বেঙ্কটেশের রান না পাওয়া ভুগিয়েছে গোটা দলকে। সেই জায়গায় মণীশ পাণ্ডেকে দলে নেওয়া হয়েছে।

এ বারে ইডেনে কলকাতার এটাই শেষ ম্যাচ। প্লে-অফের ম্যাচ রয়েছে ইডেনে। যদি কলকাতা প্লে-অফে উঠতে পারে তা হলে আবার কলকাতাকে খেলতে দেখা যেতে পারে। ঘরের মাঠে কলকাতার শেষ ম্যাচে খেলানো হল না দলের সহ-অধিনায়ককেই। রাহানে যদিও বলেছেন বেঙ্কটেশের হাতে সেলাই রয়েছে।

Advertisement

এ বারের আইপিএলের আগে কলকাতা ছ’জন ক্রিকেটারকে ধরে রেখেছিল। সেই তালিকায় বেঙ্কটেশ ছিলেন না। কিন্তু নিলামে তাঁর জন্য ঝাঁপায় কলকাতা। গত বারের অধিনায়ক শ্রেয়স আয়ারকে না নিলেও বেঙ্কটেশের জন্য ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে ফেলেল তারা। কিন্তু সেই ক্রিকেটার এ বারের আইপিএলে দলকে প্রতিদান দিতে পারলেন না। বার বার ব্যর্থ হলেন ব্যাট হাতে। তাঁকে দিয়ে বলও করাল না কলকাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement