Bengal Pro T20 League

চূড়ান্ত বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের সম্প্রচার স্বত্ব, কারা পেল দায়িত্ব?

১১ থেকে ২৮ জুন পর্যন্ত হবে প্রথম বছরের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পুরুষ এবং মহিলাদের প্রতিযোগিতা একই সঙ্গে চলবে। দু’ক্ষেত্রেই অংশ নেবে আটটি করে ফ্র্যাঞ্চাইজ়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ২১:১৪
Share:

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফি। ছবি: এক্স (টুইটার)।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের আটটি ফ্র্যাঞ্চাইজ়ি আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। এ বার চূড়ান্ত হয়ে গেল কোন টেলিভিশন সংস্থা প্রতিযোগিতার ম্যাচগুলি সম্প্রচার করবে। সোমবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) জানিয়েছে, নতুন প্রতিযোগিতার সব খেলা সম্প্রচারের স্বত্ব পেয়েছে ভায়াকম ১৮।

Advertisement

টেলিভিশনের পাশাপাশি মোবাইল অ্যাপেও দেখা যাবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের খেলাগুলি। টেলিভিশনে খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলের জিয়ো সিনেমায়। বাংলা, হিন্দি এবং ইংরেজিতে ধারাভাষ্যের ব্যবস্থা থাকবে। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘নতুন প্রতিযোগিতার জন্য সম্প্রচারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পোর্টস ১৮ এবং জিয়ো সিনেমা প্রথম বছরের প্রতিযোগিতা সম্প্রচারের সত্ত্ব পেয়েছে। সেরা মানের সম্প্রচারের আশ্বাস দেওয়া হয়েছে। বাংলার প্রতিভাবান ক্রিকেটারদের জন্য এটা একটা বড় সুযোগ।’’

আগামী ১১ থেকে ২৮ জুন পর্যন্ত হবে প্রথম বছরের বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। পুরুষদের সব ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। মহিলাদের প্রতিযোগিতার ম্যাচগুলি হবে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement