Virat Kohli

পঞ্জাবের ব্যাটারকে অপমান করার অভিযোগ উঠল কোহলির বিরুদ্ধে, কী করেছেন বিরাট?

তিনি ব্যাটে রান না পেলেও দল উঠে গিয়েছে আইপিএলের ফাইনালে। তবে বিরাট কোহলির বিরুদ্ধে বিপক্ষের ব্যাটারকে অপমান করার অভিযোগ। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব বনাম বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন ঘটেছে এই ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১৭:৩৪
Share:

বিরাট কোহলি। ছবি: পিটিআই।

তিনি ব্যাটে রান না পেলেও দল উঠে গিয়েছে আইপিএলের ফাইনালে। সেই বিরাট কোহলির বিরুদ্ধে বিপক্ষের ব্যাটারকে অপমান করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব বনাম বেঙ্গালুরু ম্যাচ চলাকালীন ঘটেছে এই ঘটনা।

Advertisement

এই ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক হিসাবে ফিরেছিলেন রজত পাটীদার। তবে পঞ্জাবের ইনিংসের প্রথম কয়েক ওভারে ফিল্ডিং সাজাতে দেখা যাচ্ছিল কোহলিকে। সেই সময় বিপক্ষের এক ক্রিকেটারকে ‘স্লেজ’ করেন তিনি।

শুরুর দিকে মাঠে সতীর্থদের জন্য জল নিয়ে এসেছিলেন মুশির খান। পরে তিনি ব্যাট করতে নামেন। তখন স্লিপে ফিল্ডিং করছিলেন কোহলি। সেই সময় মুশিরের উদ্দেশে কোহলি হাত দিয়ে ইঙ্গিত করে বলে ওঠেন, ‘ইয়ে তো পানি পিলাতা হ্যায়’। অর্থাৎ, ও তো জল খাওয়াতে আসে। স্টাম্প মাইকে কোহলির কথা স্পষ্ট ভাবে শোনা না গেলেও ইঙ্গিত যে মুশিরের উদ্দেশে, তা বুঝতে অসুবিধা হয়নি। মুশির সেই ইঙ্গিত দেখতে পাননি। তবে সমর্থকেরা কোহলির আচরণে বিরক্ত।

Advertisement

সম্পর্কে সরফরাজ খানের ভাই হলেন মুশির। বৃহস্পতিবারের ম্যাচে তিনি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসাবে খেলেছেন। একজন তরুণ ক্রিকেটারের উদ্দেশে কোহলির এই মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই।

আবার কোহলিকে সমর্থন করতেও এগিয়ে এসেছেন। তাঁদের দাবি, মুশিরকে মোটেই অপমান করেননি কোহলি। তরুণ এই ক্রিকেটারের সঙ্গে কোহলির সম্পর্কও ভাল। অতীতে তিনি মুশিরকে ব্যাটও উপহার দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement