IPL 2025

দল প্লে-অফে, স্ত্রী অনুষ্কার সঙ্গে নিশ্চিন্তে পিকলবল কোর্টে বিরাট

দু’ম্যাচ বাকি থাকতেই আইপিএলের প্ল-অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে ক্রিকেটারদের বোঝাপড়া বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৬:৫৫
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

আইপিএলের প্লে-অফে উঠে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকটাই চাপমুক্ত বিরাট কোহলিরা। এই সুযোগে ক্রিকেটারদের জন্য পিকলবল খেলার ব্যবস্থা করেছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। ক্রিকেটারদের পরিবারের সদস্যেরাও অংশগ্রহণ করেন। কোহলি জুটি বাঁধেন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে।

Advertisement

বেঙ্গালুরুর পরের খেলা আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ম্যাচটি হবে লখনউয়ে। সেখানে পৌঁছে গিয়েছেন কোহলিরা। হাতে সময় থাকায় মঙ্গলবার বাধ্যতামূলক অনুশীলন রাখেননি কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। গুরুত্বপূর্ণ প্লে-অফ পর্বের আগে ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া আরও বৃদ্ধি করার উদ্যোগ নেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। ক্রিকেটারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের এবং সাপোর্ট স্টাফদেরও সামিল করা হয়েছিল সেই উদ্যোগে।

পিকলবল খেলার আয়োজন করেছিলেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। সিঙ্গলস এবং ডাবলস খেলার ব্যবস্থা ছিল। কোহলি জুটি বাঁধেন অনুষ্কার সঙ্গে। যোগ দিয়েছিলেন আরসিবির মেন্টর তথা ব্যাটিং কোচ দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা পাল্লিকাল। দেশের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড়ও ক্রিকেটারদের সঙ্গে নেমে পড়েন পিকলবল কোর্টে। সমাজমাধ্যমে ছবি, ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আরসিবি কর্তৃপক্ষ।

Advertisement

দীপিকা পাল্লিকাল। ছবি: ইনস্টাগ্রাম।

আইপিএলের পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। শুক্রবার হায়দরাবাদ ম্যাচের পর লিগ পর্বের আরও একটি ম্যাচ বাকি থাকবে কোহলিদের। আগামী ২৭ মে আরসিবির প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement