রোহিত শর্মা এবং বিরাট কোহলি। —ফাইল চিত্র।
বার্ষিক চুক্তিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে গ্রেড এ প্লাস-এ রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বছরে তাঁদের ৭ কোটি টাকা করে দেবে বিসিসিআই। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও কমছে না টাকা। জানিয়ে দিলেন বোর্ড সচিব দেবজিত শইকিয়া।
রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করার আগেই বোর্ড বার্ষিক চুক্তি ঘোষণা করেছিল। ফলে এখন অবসর নিলেও তাঁদের সেই চুক্তিতে কোনও পরিবর্তন হচ্ছে না। সংবাদ সংস্থা এএনআই-কে শইকিয়া বলেন, “কোহলি এবং রোহিতের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটাই থাকছে। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও কোনও চুক্তি বদল হচ্ছে না। ওরা ভারতীয় ক্রিকেটের অংশ। যে সুযোগ সুবিধা ওরা পাচ্ছে, সেটাই পাবে।”
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় রয়েছে ভারতের। তার আগে রোহিত এবং কোহলি অবসর নিয়ে নেন। ১৪ বছরের টেস্ট কেরিয়ারে কোহলি ১২৩টি ম্যাচ খেলেছেন। রোহিত খেলেছেন টেস্ট খেলেছেন ১১ বছর। ৬৭টি ম্যাচ খেলেছেন। কোহলি টেস্টে ৯২৩০ রান করেছেন। রোহিত করেছেন ৪৩০১ রান। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত এবং কোহলি। এ বার টেস্ট থেকে অবসর নিয়েছেন। অর্থাৎ, এক দিনের ক্রিকেট ছাড়া আর কোনও ধরনের ক্রিকেট দেশের হয়ে খেলবেন না তাঁরা। যদিও তাতে বার্ষিক আয় কমছে না।
ভারতীয় বোর্ড ক্রিকেটারদের চারটি ভাগে বার্ষিক চুক্তির আওতায় রাখে। দেখে নেওয়া যাক সেই তালিকা।
গ্রেড এ+ (বছরে ৭ কোটি টাকা)
রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা।
গ্রেড এ (বছরে ৫ কোটি টাকা)
রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পাণ্ড্য।
গ্রেড বি (বছরে ৩ কোটি টাকা)
সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং যশস্বী জয়সওয়াল।
গ্রেড সি (বছরে ১ কোটি টাকা)
রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাটীদার।