India vs Pakistan

ভারত-পাক ম্যাচ দেখাতে বিশেষ অতিথিকে টিকিট কোহলির, রেখেছিলেন নিজের হোটেলেই

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। সেই জয় দর্শকাসনে বসে উপভোগ করেছেন এক বিশেষ অতিথি। তাঁকে দুবাই নিয়ে গিয়েছেন কোহলি নিজেই। রেখেছেনও নিজের হোটেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫
Share:

শতরানের পর কোহলির উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে জিতিয়েছেন বিরাট কোহলি। সেই জয় দর্শকাসনে বসে উপভোগ করেছেন এক বিশেষ অতিথি। তিনি আর কেউ নন, কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁকে দুবাই নিয়ে গিয়েছেন কোহলি নিজেই। রেখেছেনও নিজের হোটেলে।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ১১১ বলে ১০০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন কোহলি। ম্যাচের শেষ বলে চার মেরে শতরান পূরণ করেন। এক দিনের ক্রিকেটে ৫১টি শতরান হল কোহলির। ছাত্রের পুরো ইনিংসই মাঠে বসে তারিয়ে তারিয়ে দেখেছেন রাজকুমার।

ম্যাচের পর এক সাক্ষাৎকারে রাজকুমার বলেছেন, “কোহলিই আমাকে টিকিট দিয়েছে। আমি ওর হোটেলেই থাকছি। ও জানত যে আমি কোথায় বসে আছি। এ রকম ছেলের জন্য গর্ববোধ হবেই। আপনি যদি ওর কোচ হন, তা হলে এর থেকে গর্বের মুহূর্ত আমার কাছে আর নেই।”

Advertisement

কোহলির ফর্ম এবং টেকনিক নিয়ে যত সমালোচনাই হোক, রাজকুমার মনে করেন, তাঁর ছাত্রের চেয়ে বড় ম্যাচজেতানো ক্রিকেটার গোটা ভারতে নেই। তিনি বলেছেন, “কোহলি মাঠে নামলেই সকলের প্রত্যাশা বেড়ে যায়। প্রত্যেকে আশা করে কোহলি অনেক রান করবে এবং দেশকে জেতাবে। কোহলিই এই দেশের সবচেয়ে বড় ম্যাচজেতানো ক্রিকেটার। মনে হয় না ওর মতো কোনও ক্রিকেটার দেশকে এত বেশি ম্যাচ জিতিয়েছে।”

কোহলির প্রতি যাবতীয় সমালোচনাও উড়িয়ে দিয়েছেন রাজকুমার। বলেছেন, “লোককে বুঝতে হবে কোহলিও একজন মানুষ। কখনওসখনও ফর্ম হারাতে পারে। কখনও ভাল বলে আউট হয়। কিন্তু ও জাত ক্রিকেটার ছিল এবং সেটাই থাকবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement