Virat Kohli

Virat Kohli: আর মাত্র ৬ রান, এক দিনের ক্রিকেটে বিরাটের সামনে সচিনের রেকর্ড ভাঙার হাতছানি

ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান করতে সচিন সময় নিয়েছিলেন ১২১টি ইনিংস। কোহলীর কাছে সুযোগ রয়েছে ৯৬টি ইনিংসে সেই রেকর্ড গড়ার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১০
Share:

বিরাট কোহলী। —ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ শুরু ৬ ফেব্রুয়ারি। সেই সিরিজে মাত্র ৬ রান করলেই রেকর্ড গড়বেন বিরাট কোহলী। ভারতের মাটিতে যে রেকর্ড এত দিন সচিন তেন্ডুলকরের দখলে ছিল এ বার তা ভেঙে দিতে পারেন কোহলী। ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান থেকে ৬ রান দূরে তিনি।

ভারতের মাটিতে এক দিনের ক্রিকেটে ৫০০০ রান করতে সচিন সময় নিয়েছিলেন ১২১টি ইনিংস। কোহলীর কাছে সুযোগ রয়েছে ৯৬টি ইনিংসে সেই রেকর্ড গড়ার। ভারতের মাটিতে সচিন ছাড়া আর কোনও ব্যাটারের এক দিনের ক্রিকেটে পাঁচ হাজার রান নেই।

Advertisement

শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড়, নবদীপ সাইনি, শ্রেয়স আয়ার-সহ ভারতীয় দলের আট জন করোনা আক্রান্ত হন। ময়ঙ্ক অগ্রবালকে ভারতীয় দলে যোগ করা হয়। তিনটি এক দিনের ম্যাচ হবে আমদাবাদে। ৫০ ওভারের ক্রিকেটে ১০০০টি ম্যাচ খেলতে চলেছে ভারত। আর কোনও দল এক দিনের ক্রিকেটে এত ম্যাচ খেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন