India vs South Africa 2025

এক দিনের সিরিজ় খেলতে ভারতে চলে এলেন কোহলি, দলের সঙ্গে যোগ দেবেন রাঁচিতে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বিরাট কোহলি ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। পার্‌থ এবং অ্যাডিলেডে আউট হয়েছিলেন শূন্য রানে। সিডনিতে অবশ্য ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:০০
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

লন্ডন থেকে মুম্বইয়ে চলে এলেন বিরাট কোহলি। লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবেন প্রাক্তন অধিনায়ক। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিনের সিরিজ়।

Advertisement

টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কোহলি এখন শুধু দেশের হয়ে এক দিনের ক্রিকেট খেলেন। খেলা না থাকলে বছরের অধিকাংশ সময়ই তিনি স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানকে নিয়ে থাকেন লন্ডনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে লন্ডন থেকে সরাসরি পার্‌থে পৌঁছেছিলেন কোহলি। এ বার তিনি দলের সঙ্গে যোগ দেবেন রাঁচিতে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি অবশ্য ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারেননি। পার্‌থ এবং অ্যাডিলেডের ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে। সিডনিতে অবশ্য ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও নেন। তবু দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় কোহলির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ খেলতে চান কোহলি। ভারতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ধারাবাহিক ভাবে পারফর্ম করতে হবে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে খেলার বার্তাও দিয়েছেন জাতীয় নির্বাচক অজিত আগরকর। টেস্ট সিরিজ়ে গৌতম গম্ভীরের ভরাডুবির পর এক দিনের সিরিজ়ে কোহলি এবং রোহিত শর্মার দিকে বাড়তি নজর থাকবে ক্রিকেটপ্রেমীদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement