Virat Kohli and Rohit Sharma

কোহলি-রোহিতের লড়াই লাগিয়ে দিল জয় শাহের আইসিসি! শর্মার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিরাট

দক্ষিণ আফ্রিকার সিরিজ়ে ভাল খেলেছেন দু’জনেই। এ বার বিরাট কোহলি এবং রোহিত শর্মার লড়াই লাগিয়ে দিল আইসিসি। রোহিতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৯
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। ছবি: পিটিআই।

দক্ষিণ আফ্রিকার সিরিজ়ে ভাল খেলার সুবাদে এক দিনের ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি। শীর্ষে থাকা রোহিত শর্মার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন তিনি। দু’জনের মধ্যে মাত্র আট রেটিং পয়েন্টের তফাত। অর্থাৎ পরের মাসে নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ভাল খেলতে পারলেই রোহিতকে টপকে যেতে পারেন কোহলি।

Advertisement

২০২১-এ শেষ বার এক দিনের ক্রিকেটের ক্রমতালিকায় এক নম্বর হয়েছিলেন কোহলি। তার পর বাবর আজম টপকে যান কোহলিকে। তার পর থেকে আর এক নম্বরে পৌঁছতে পারেননি কোহলি। তিন ম্যাচের সিরি‌জ়ে না খেললেও পঞ্চম স্থানে থেকে গিয়েছেন শুভমন গিল। কেএল রাহুল দু’ধাপ উঠে রয়েছেন ১২ নম্বরে।

বোলারদের তালিকায় কুলদীপ যাদব তিন ধাপ উঠে রয়েছেন তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক (তিন ধাপ উঠে ১৩), এডেন মার্করাম (চার ধাপ উঠে ২৫) এবং টেম্বা বাভুমা (তিন ধাপ উঠে ৩৭) ভাল জায়গায় এসেছেন।

Advertisement

টি-টোয়েন্টি ক্রমতালিকায় অক্ষর পটেল (দু’ধাপ উঠে ১৩), অর্শদীপ সিংহ (তিন ধাপ উঠে ২০) এবং জসপ্রীত বুমরাহ (ছ’ধাপ উঠে ২৫) উপরের দিকে উঠেছেন। প্রত্যেকেই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভাল খেলেছেন।

টেস্ট ক্রমতালিকায় ভারতীয়দের মধ্যে সবার উপরে যশস্বী জয়সওয়াল। তিনি রয়েছেন আটে। শুভমন গিল এবং ঋষভ পন্থ রয়েছেন যথাক্রমে ১১ এবং ১৩ নম্বরে। বোলারদের তালিকায় বুমরাহের সামনে পৌঁছে গিয়েছেন স্টার্ক। অ্যাশেজ়ে ভাল বল করার সুবাদে তিন ধাপ উঠে তিন নম্বরে চলে এসেছেন স্টার্ক। বুমরাহ রয়েছেন শীর্ষস্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৯। স্টার্কের ৮৫২। দ্বিতীয় স্থানে নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি (৮৫৩)। ভারতের মহম্মদ সিরাজ (১২), রবীন্দ্র জাডেজা (১৩) এবং কুলদীপ যাদব (১৪) এক ধাপ করে উঠেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement