Virat Kohli

রোহিতের রানে ফেরার দিনে হতাশ করলেন কোহলি, মাত্র পাঁচ রানেই আউট বিরাট

কটকের বরাবাটি স্টেডিয়াম রানে ফেরাল রোহিত শর্মাকে। একই দিনে শিরোনাম কেড়ে নিতে পারতেন বিরাট কোহলিও। সিরিজ়ের প্রথম ম্যাচ খেলতে নেমে সেই কাজে ব্যর্থ তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬
Share:

রান পেলেন না বিরাট কোহলি। — ফাইল চিত্র।

কটকের বরাবাটি স্টেডিয়াম রানে ফেরাল রোহিত শর্মাকে। একই দিনে শিরোনাম কেড়ে নিতে পারতেন বিরাট কোহলিও। সিরিজ়ের প্রথম ম্যাচ খেলতে নেমে সেই কাজে ব্যর্থ তিনি। আদিল রশিদের বলে মাত্র পাঁচ রানে সাজঘরে ফিরতে হল বিরাট কোহলিকে।

Advertisement

১৭তম ওভারে শুভমন গিল আউট হতেই গ্যালারির দর্শকেরা চিৎকার শুরু করলেন। কারণ ব্যাট করতে নামবেন কোহলি। স্টেডিয়ামের আলো নিভে যাওয়ার সময় কোহলিকে দেখা গিয়েছিল প্যাড-হেলমেট পরে বাউন্ডারির ধারে ‘শ্যাডো প্র্যাকটিস’ করতে। তবে ক্রিজ়‌ে নামতে অপেক্ষা করতে হয় আরও কিছু ক্ষণ। ১৭তম ওভারে নামলেও ক্রিজ়‌ে নিজের সময় দীর্ঘায়িত করতে পারলেন না।

ক্রিজ়‌ে নামার পরের বলেই ড্রাইভ করেন কোহলি। দ্বিতীয় বলেও রক্ষণাত্মক খেলেন। প্রথম রান আসে চার মেরে। ১৮তম ওভারে গাস অ্যাটকিনসনকে অন-ড্রাইভ মেরে দর্শকদের সমীহ আদায় করে নেন।

Advertisement

২০তম ওভারেই ফিরতে হয় তাঁকে। রশিদের বলটা ছিল অফস্টাম্পের বাইরে। অনেকটা এগিয়ে এসে কভার ড্রাইভ মারতে গিয়েছিলেন। কিন্তু শরীরের থেকে ব্যাটের দূরত্ব অনেকটাই বেশি ছিল। রশিদের বলের ঘূর্ণিও বুঝতে পারেননি তিনি। বল ব্যাটে লেগে উইকেটকিপার ফিল সল্টের হাতে ক্যাচ জমা পড়ে।

আম্পায়ার প্রথমে আউট দেননি। ইংল্যান্ড রিভিউ নেয়। প্রথমে মনে করা হয়েছিল স্টাম্পিংয়ের জন্য রিভিউ নেওয়া হয়েছে। তবে স্নিকোমিটারে স্পষ্ট বোঝা যায় যে বল ব্যাটে লেগেছে। সাজঘরে ফেরার সময় বার বার মাথা নাড়াতে থাকেন কোহলি। হয়তো ভাবছিলেন, সেই অফস্টাম্পের ফাঁদেই কেন আবার একই ভুল করে বসলেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আর একটিই ম্যাচ পাবেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার অহমেদাবাদে খেলতে নামবেন। ফর্মে ফিরতে সেই ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে কোহলির কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement