Virat Kohli

‘আমার সময় শেষ’, অস্ট্রেলিয়া সফরেই সতীর্থদের বলে দিয়েছিলেন কোহলি, আমল দেননি কেউ

অস্ট্রেলিয়া সফরটা একেবারেই ভাল যায়নি তাঁর। একটি শতরান বাদে গোটা সিরিজ়‌েই বলার মতো কিছু করতে পারেননি। তখনই বিরাট কোহলি বুঝে গিয়েছিলেন তাঁর সময় শেষ। সতীর্থদের সে কথা বলেওছিলেন। তবে কেউ কোহলির কথায় পাত্তা দেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১৮:৪৪
Share:

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া সফরটা একেবারেই ভাল যায়নি তাঁর। একটি শতরান বাদে গোটা সিরিজ়‌েই বলার মতো কিছু করতে পারেননি। তখনই বিরাট কোহলি বুঝে গিয়েছিলেন তাঁর সময় শেষ। সতীর্থদের সে কথা বলেওছিলেন। তবে কেউ কোহলির কথায় পাত্তা দেননি। সবাই ভেবেছিলেন, মজা করছেন বিরাট।

Advertisement

অস্ট্রেলিয়া সফরে ন’টি ইনিংসে মাত্র ১৯০ রান করেছিলেন কোহলি। তার মধ্যে ১০০ রান এসেছিল একটি ইনিংসে। দলও সাফল্য পায়নি। তখনই কোহলি সতীর্থদের বলেছিলেন, ‘আমার সময় শেষ মনে হচ্ছে’। এক বার নয়, একাধিক বার সেই কথা বলেছিলেন। তবে সতীর্থেরা বিশেষ আমল দেননি। ভেবেছিলেন, কোহলি গুরুত্ব দিয়ে সে কথা বলছেন না।

তা ছাড়া, অস্ট্রেলিয়া সফরের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় টেস্ট নিয়ে কথাবার্তা আর বিশেষ এগোয়নি। এক সময় সবাই সেই কথা ভুলেও গিয়েছিলেন। কিন্তু শনিবার কোহলির ভাবনা প্রকাশ্যে আসায় জল্পনা তৈরি হয়েছে সেই সতীর্থদের মধ্যেই।

Advertisement

উল্লেখ্য, গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সমাজমাধ‍্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। কোহলি এখনও সরকারি ভাবে কিছু জানাননি। কিন্তু লাল বলের ক্রিকেটে আর না খেলার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। ইংরাজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এই খবর জানিয়েছে। জানা যাচ্ছে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কোহলি রাজি হবেন না বলেই মনে করা হচ্ছে।

আগামী মাসে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। সেখানে রোহিত যাবেন না। কোহলিও ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি না, ঠিক নেই। যদি আর না খেলেন তা হলে রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না। ১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement