Sanjay Manjrekar on Virat Kohli

ফর্মে থাকা কোহলিকে খোঁচা মঞ্জরেকরের, পাল্টা জবাব দিলেন বিরাটের ভাই

আইপিএলে বিরাট কোহলির স্ট্রাইক রেটের সমালোচনা করেছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁকে পাল্টা জবাব দিলেন কোহলির ভাই বিকাশ। কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৪:৫৬
Share:

(বাঁ দিক) বিরাট কোহলি ও সঞ্জয় মঞ্জরেকর (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিতর্কের নাম সঞ্জয় মঞ্জরেকর। খেলোয়াড় জীবনে তাঁকে নিয়ে যত না চর্চা হত তার চেয়ে কয়েক গুণ বেশি চর্চা হয় ধারাভাষ্যকার মঞ্জরেকরকে নিয়ে। মাঝেমাঝেই তিনি এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে বিতর্ক হয়। এ বার বিরাট কোহলির স্ট্রাইক রেটের সমালোচনা করেছেন মঞ্জরেকর। কোহলি অবশ্য পাল্টা কিছু বলেননি। তবে মঞ্জরেকরকে জবাব দিয়েছেন কোহলির ভাই বিকাশ। তিনিও স্ট্রাইক রেট নিয়েও খোঁচা দিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটারকে।

Advertisement

আইপিএলে মুম্বই-বেঙ্গালুরু ম্যাচ কোহলি বনাম বুমরাহ লড়াই নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় মঞ্জরেকর জানান, তিনি মনে করেন না এই লড়াই এখনও আছে। কারণ, কোহলি তাঁর সেরা সময় পেরিয়ে এসেছেন। ফলে বুমরাহ তাঁর থেকে অনেক এগিয়ে। এ বারের আইপিএলের সেরা ১০ ব্যাটারের তালিকাতেও মঞ্জরেকর কোহলিকে রাখেননি। তাঁর এই মন্তব্যের পর আবার বিতর্ক শুরু হয়েছে। কোহলি-ভক্তেরা তাঁকে নিশানা করেছেন। তাঁদের মতে, মঞ্জরেকর কোহলিকে হিংসা করেন বলেই এই ধরনের মন্তব্য করে প্রচারের আলোয় থাকতে চান।

মঞ্জরেকরকে জবাব দিয়েছেন বিকাশ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “মিস্টার সঞ্জয় মঞ্জরেকরের এক দিনের কেরিয়ারের স্ট্রাইক রেট ৬৪.৩১। তাঁর পক্ষে ২০০-র বেশি স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করা খুব সহজ।” বিকাশ বোঝাতে চেয়েছেন, কোহলির স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করার কোনও যোগ্যতা মঞ্জরেকরের নেই।

Advertisement

এর আগেও কোহলির স্ট্রাইক রেট নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মঞ্জরেকর। রবীন্দ্র জাডেজাকেও ‘বিটস্‌ অ্যান্ড পিসেস্‌’ ক্রিকেটার বলেছিলেন তিনি। মঞ্জরেকর বোঝাতে চেয়েছিলেন, জাডেজা প্রকৃত অলরাউন্ডার নন। তিনি সব কিছু অল্প অল্প পারেন। জাডেজা সরাসরি মঞ্জরেকরকে জবাব দিয়েছিলেন। সেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছিল। এখন দেখার আইপিএলে কোহলিকে নিয়ে মঞ্জরেকরের মন্তব্যের জল কত দূর গড়ায়।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মঞ্জরেকর যা-ই বলুন না কেন, এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন কোহলি। ১০টি ম্যাচে ৪৪৩ রান করেছেন তিনি। ১৩৮.৮৭ স্ট্রাইক রেট ও ৬৩.২৯ গড়ে রান করেছেন। ১০টি ম্যাচে ছ’টি অর্ধশতরান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার। কমলা টুপির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ১০ ম্যাচ পরে যে বেঙ্গালুরু পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তার বড় কৃতিত্ব কোহলির। তার মাঝেই তাঁকে খোঁচা মেরেছেন মঞ্জরেকর। ফলে পাল্টা জবাবও শুনতে হচ্ছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement