India Cricket

বিরাট, রোহিতদের সামনে বাঁ হাতি পেসারের জুজু! খেলার উপায় বাতলালেন আর এক বাঁ হাতি

এখনও বাঁ হাতি পেসারের সামনে খেলতে সমস্যায় পড়ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। কী ভাবে সেই সমস্যার মোকাবিলা করা যায়? উপায় বাতলে দিলেন আর এক বাঁ হাতি পেসার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৪:০৫
Share:

নতুন বলে বাঁ হাতি পেসারদের মোকাবিলা করতে সমস্যায় পড়ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। —ফাইল চিত্র

বাঁ হাতি পেসারদের এখনও সামলাতে পারছেন না ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি এক দিনের সিরিজ়েই সেটা দেখা যাচ্ছে। মিচেল স্টার্কের বিরুদ্ধে খেলতে হিমশিম খাচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুলরা। কেন এই সমস্যা এখনও দূর হচ্ছে না। সমাধানের উপায় বাতলালেন আরও এক বাঁ হাতি। পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম জানিয়েছেন, বাঁ হাতি জোরে বোলারদের সামনে কী ভাবে খেলা উচিত বিরাটদের।

Advertisement

একটি ক্রীড়া ওয়েবসাইটে আক্রম বলেছেন, ‘‘বিরাট, রোহিত, রাহুলরা প্রত্যেকে বড় ব্যাটার। কিন্তু বাঁ হাতি পেসারদের খেলার সময় সমস্যা হচ্ছে। বিশেষ করে যে বল ভিতরের দিকে ঢুকে আসছে সেই বলে ওরা আউট হচ্ছে বেশি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা দেখে আমার সেটাই মনে হয়েছে।’’

আক্রমের মতে, এই সমস্যা সমাধানের জন্য ব্যাটিং টেকনিকে খুব বেশি বদলের প্রয়োজন নেই। শুধু কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে ভারতীয় ব্যাটারদের। তিনি বলেছেন, ‘‘বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে সামনের পা খুব বেশি বাড়িয়ে দিলে সমস্যা। তা হলে যে সব বল ভিতরে ঢুকে আসে সেই বলে শট মারা মুশকিল হয়ে যায়। তাই পা সামনের দিকে সামান্য বার করে খেলতে হবে। সেই সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত বল দেখতে হবে। আগে থেকে কোনও শট ভাবলে হবে না। বল অনুযায়ী খেলতে হবে।’’

Advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে, যদি বোলারের কব্জির দিকে নজর দেওয়া যায় তা হলে বোঝা যাবে বল কোন দিকে সুইং হতে পারে। কিন্তু সেটা সব সময় সম্ভব নয়। তাই শট নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আক্রম বলেন, ‘‘বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে যত বেশি সম্ভব সোজ ব্যাটে খেলার চেষ্টা করতে হবে। কারণ, আড়া ব্যাটে খেলতে গেলেই বল প্যাডে লাগার সম্ভাবনা থাকবে। সেটা মাথায় রাখলেই সফল হবেন বিরাট, রোহিতরা।’’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচে জিতেছে ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে তারা। কিন্তু অল্প রান তাড়া করতে গিয়েও স্টার্কের দাপটে সমস্যায় পড়ে ভারত। ৩ উইকেট নেন স্টার্ক। দ্বিতীয় এক দিনের ম্যাচেও মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং। মাত্র ১১৭ রানে অলআউট হয়ে যান রোহিতরা। স্টার্ক ৫ উইকেট নেন। সেই সমস্যা কী ভাবে মোকাবিলা করা যায় তার একটা উপায় বাতলালেন আক্রম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন