WBBL

জিততে মাত্র তিন রান বাকি, বৃষ্টির অজুহাত দেখিয়ে ম্যাচ বাতিল করে দিলেন আম্পায়ার! মেয়েদের ক্রিকেট লিগে বিতর্ক

জয়ের জন্য একটি দলের বাকি ছিল তিন রান। বৃষ্টির অজুহাতে ম্যাচ বন্ধ করে দিলেন আম্পায়ার। পরে সেই ম্যাচ বাতিলও করে দিলেন। মহিলাদের বিগ ব্যাশ লিগে এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ২২:৪৯
Share:

ম্যাচের পর হাত মেলাচ্ছেন দু’দলের খেলোয়াড়েরা। ছবি: সমাজমাধ্যম।

জয়ের জন্য একটি দলের বাকি ছিল তিন রান। কিন্তু বৃষ্টি হওয়ার কারণ দেখিয়ে ম্যাচ বন্ধ করে দিলেন আম্পায়ার। পরে সেই ম্যাচ বাতিলও করে দিলেন। মহিলাদের বিগ ব্যাশ লিগে এমন সিদ্ধান্তে তৈরি হয়েছে প্রশ্ন। অনেকেই এতে গড়াপেটার গন্ধ পেয়েছেন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও মুখ খোলেনি।

Advertisement

সিডনি থান্ডার এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পাঁচ ওভারের করা হয়। জিততে ১৩ বলে সিডনির দরকার ছিল তিন রান। হাতে দশ উইকেটই ছিল। হঠাৎ করেই মাঠের আম্পায়ারেরা ম্যাচ বন্ধ করে দেন। পরে তা বাতিল করে দেওয়া হয়। অস্ট্রেলিয়া ক্রিকেটের দুর্বল পরিকাঠামোকে দায়ী করেছেন সমর্থকেরা।

এক ধারাভাষ্যকার জানিয়েছেন, ম্যাচ বন্ধ করার সময়ে এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না। পরিষ্কার জয় থেকে বঞ্চিত করা হয়েছে সিডনিকে। ওই ধারাভাষ্যকার ক্যালাম ফার্গুসনের কথায়, “খুব হতাশাজনক একটা ঘটনার সাক্ষী থাকলাম আমরা। এই মুহূর্তে একটা ফোঁটাও বৃষ্টি পড়ছে না। ম্যাচ শেষ হওয়ার এক মুহূর্ত বাকি ছিল। কী ফলাফল হবে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। সিডনির জয় চুরি করা হয়েছে। আমার মতে এটাই স্পষ্ট কারণ।”

Advertisement

ম্যাচের মাঝে অনেকটা সময়ই হালকা বৃষ্টির মধ্যে খেলা চালানো হয়েছে। তখন আম্পায়ারেরা ম্যাচ বন্ধ করেননি। হঠাৎ করে জয়ের তিন রান দূরে কেন ম্যাচ বন্ধ করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। সিডনির জয় আটকাতেই কি এই সিদ্ধান্ত? প্রশ্ন তুলেছেন সমর্থকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement