ICC World Cup 2023

বৃহস্পতিবার বিপক্ষে বাংলাদেশ, শাকিবদের বিরুদ্ধে ম্যাচের আগে অন্য চিন্তা ভারতীয় শিবিরে

শাকিবদের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন হতে পারে। কারও পারফরম্যান্স নয়, ক্রিকেটারদের উপর চাপ নিয়ে চিন্তায় দ্রাবিড়েরা। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার উইকেট দেখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ১৮:১১
Share:

(বাঁদিকে) রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

বিশ্বকাপে পর পর তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ভারতীয় শিবির। তবে বাংলাদেশকেও হালকা ভাবে নিচ্ছেন না রোহিত শর্মারা। জয়ের ছন্দ ধরে রাখাই এখন ভারতীয় দলের প্রধান লক্ষ্য। পাশাপাশি, রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে নেওয়ার পরিকল্পনাও রয়েছে বৃহস্পতিবারের ম্যাচে।

Advertisement

শাকিব আল হাসানদের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন করতে পারেন রাহুল দ্রাবিড়েরা। বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাকে। সূত্রের খবর, জোরে বোলারদের ‘ওয়ার্কলোড’ বা পরিশ্রমের পরিমাণ যাতে বেশি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে চাইছে ভারতীয় শিবির। যদিও বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, ‘‘বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর ব্যাপারে কোনও আলোচনা হয়নি। আমাদের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা।’’ বাংলাদেশ ম্যাচের দল নিয়ে তিনি বলেছেন, ‘‘১১ জনের বেশি খেলানোর সুযোগ নেই। সেরা দল বেছে নেওয়ার কাজটা ভীষণ কঠিন। কারণ সকলেই দুর্দান্ত ক্রিকেটার।’’

তা হলে কি সূর্যকুমার যাদব, মহম্মদ শামিদের খেলার সুযোগ নেই? রবিচন্দ্রন অশ্বিনকেও কি আর দেখা যাবে না খেলতে? মামব্রে বলেছেন, ‘‘ওদের তিন জনকে বেঞ্চে রেখে মাঠে নামা সহজ নয়। ওরা যে কোনও ম্যাচই খেলতে পারে। আমরা প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রে প্রতিপক্ষ, উইকেট, পরিবেশের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী দল বেছে নিচ্ছি আমরা।’’ শামি এবং অশ্বিনের খেলার সম্ভাবনা প্রস‌ঙ্গে বলেছেন, ‘‘মহম্মদ সিরাজ এবং বুমরা খেলছে। যথেষ্ট ভাল পারফরম্যান্স করছে ওরা। সে জন্য শামিকে খেলানো যাচ্ছে না। ওর মানসিকতা দুর্দান্ত। গত কয়েক বছর ধরে দেখছি শামিকে। ওর সঙ্গে আমার যথেষ্ট কথা হয়। কেন খেলানো যাচ্ছে না, সেটা শামি নিজেও জানে। আমাদের দলে সব কিছু স্বচ্ছ। আবার যে কোনও ম্যাচেই নিশ্চিন্তে খেলানো যায় ওকে। কুলদীপ যাদবও দারুণ পারফরম্যান্স করছে ধারাবাহিক ভাবে। ওকে ছাড়া প্রথম একাদশ তৈরি করতে পারছি না আমরা। তাই অশ্বিনকেও অপেক্ষা করতে হচ্ছে। প্রথম একাদশে সুযোগ না পাওয়ার জন্য ও কোনও দিন কোনও অভিযোগ করেনি। দলের বোলিং কোচ হিসাবে শামি, অশ্বিনের মতো বোলারকে বসিয়ে রাখা আমার জন্য অত্যন্ত কঠিন।’’

Advertisement

সূর্যকুমারকে নিয়ে মামব্রে বলেছেন, ‘‘সূর্য চ্যাম্পিয়ন ক্রিকেটার। ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে ওর। সেটা অনেক বার করে দেখিয়েছে। সূর্য এমন এক জন ব্যাটার যাকে বল করা অত্যন্ত কঠিন। মাঠের প্রতিটি কোণে শট মারতে পারে। মাঠের কোনও জায়গায় ফিল্ডার রেখেই নিশ্চিত হওয়া যায় না। তবু সূর্যকে খেলানোর সুযোগ পাচ্ছি না আমরা।’’

ভারতীয় শিবির বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছে না। বিশ্বকাপের সব ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলার কথা বলেছেন মামব্রে। তাঁর বক্তব্য, ‘‘কোনও দলকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই। আমরাই একমাত্র দল যাদের ন’টি আলাদা মাঠে খেলতে হবে। অর্থাৎ, প্রতিটি ম্যাচে নতুন উইকেট। নতুন পরিবেশ। তাই সব ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’’ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলেননি মামব্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন