West Indies Cricket

ক্রিকেটের ইতিহাসে ‘সবচেয়ে দামি’ জার্সি পরবেন গেল, পোলার্ড, ব্র্যাভোরা! কী বিশেষত্ব এই জার্সির?

ইংল্যান্ডে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ প্রতিযোগিতা। বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারেরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। চমক দিতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ়। একটি বিশেষ ধরনের জার্সি পরে খেলতে চলেছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ২২:৪২
Share:

ওয়েস্ট ইন্ডিজ়‌ের জার্সি হাতে ব্র্যাভো (বাঁ দিকে) এবং গেল (ডান দিকে)। ছবি: সমাজমাধ্যম।

ইংল্যান্ডে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ প্রতিযোগিতা। বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারেরা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। চমক দিতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ়। একটা বিশেষ ধরনের জার্সি পরে খেলতে চলেছে তারা। ক্রিকেটের ইতিহাসে এটাকেই সবচেয়ে দামি জার্সি বলা হচ্ছে।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে খেলবেন ক্রিস গেল, ডোয়েন ব্র্যাভো, কায়রন পোলার্ডের মতো তারকা ক্রিকেটার। তাঁরা যে জার্সি পরে নামবেন সেটা তৈরি করেছে দুবাইয়ের এক সংস্থা। ওই জার্সিতে থাকছে ১৮ ক্যারাটের সোনা। ৩০ গ্রাম, ২০ গ্রাম এবং ১০ গ্রামের সোনা খোদাই করা থাকবে জার্সির মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ়‌ ক্রিকেট কিংবদন্তিদের শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জার্সি নির্মাতা সংস্থার কর্তা রাজ করণ দুগ্গাল জানিয়েছে, ক্লাইভ লয়েড থেকে ক্রিস গেল এবং আধুনিক প্রজন্মে একের পর এক তারকা ক্রিকেটার উপহার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের ঐতিহ্য এবং পরম্পরাকে সম্মান জানাতে বিশেষ জার্সি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে জার্সিতে।

Advertisement

১৮ জুলাই থেকে শুরু হয়েছে ডব্লিউসিএল। প্রতিযোগিতায় খেলছে ভারত। ভারতের অধিনায়ক যুবরাজ সিংহ। দলে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান পাঠান, ইউসুফ পাঠানেরা রয়েছেন। ২০ জুলাই ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement