ভারত অধিনায়ক শুভমন গিল (বাঁ দিকে) ও কুলদীপ যাদব। ছবি: পিটিআই।
শতরান করলেন জন ক্যাম্পবেল। শেষ বার ২০০২ সালে ভারতের মাটিতে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ওপেনার। কলকাতার মাঠে ওয়েভেল হাইন্ডসের শতরানের ২৩ বছর পর দিল্লির মাঠে সেই কীর্তি করে দেখালেন ক্যাম্পবেল। তাঁকে সঙ্গ দিলেন শাই হোপ। তিনিও শতরান করলেন। এই দুই ব্যাটারের ইনিংসে লড়াই করল ওয়েস্ট ইন্ডিজ়। ইনিংসে হার বাঁচাল তারা। যদিও হার এড়ানো কঠিন তাদের পক্ষে। চতুর্থ দিন চা বিরতিতে তাদের রান ৯ উইকেটে ৩৬১। ভারতের থেকে ৯১ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ়।
২ উইকেটে ১৭২ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ়। তৃতীয় দিনের শেষ সেশনেই দেখা যাচ্ছিল, দিল্লির পিচ থেকে কোনও সুবিধা পাচ্ছেন না বোলারেরা। সেই ছবি চতুর্থ দিনও দেখা গেল। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজেরা সবরকম চেষ্টা করলেন। কিন্তু উইকেট তুলতে পারছিলেন না। দুই ক্যারিবীয় ব্যাটার ক্যাম্পবেল ও হোপ ধীরেসুস্থে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন।
দলের তিন স্পিনারকেও আক্রমণে আনেন ভারত অধিনায়ক শুভমন গিল। তাতেও কিছু হচ্ছিল না। মাঝে মাঝে রবীন্দ্র জাডেজার বল দুই ব্যাটারকে কিছুটা সমস্যায় ফেলছিল। ছক্কা মেরে শতরান করেন ক্যাম্পবেল। টেস্টে এটি তাঁর প্রথম শতরান। ভাল দেখাচ্ছিল এই বাঁহাতি ব্যাটারকে। জাডেজার বলে তাঁর ক্যাচ ফেলেন ধ্রুব জুরেল। যদিও পরের বলেই রিভার্স সুইপ মারতে গিয়ে ১১৫ রানের মাথায় আউট হন ক্যাম্পবেল। তৃতীয় উইকেটে ১৭৭ রানের জুটি বাঁধেন তাঁরা।
ক্যাম্পবেল ফিরলেও খেলার ধরন বদলায়নি ওয়েস্ট ইন্ডিজ়। এ বার হোপের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক রস্টন চেজ়। কুলদীপ প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার বল করেও উইকেট পাননি। শেষ ১৮ টেস্ট ইনিংসে প্রথম বার ১৩ ওভারের বেশি বল করেও উইকেট পেলেন না তিনি। পিচ এতটাই মন্থর যে ব্যাটারেরা সময় পাচ্ছেন। ফলে উইকেট তুলতে পারছেন না বোলারেরা।
মধ্যাহ্নভোজের বিরতির পর শতরান করলেন হোপও। শেষ ২০১৭ সালে টেস্টে শতরান করেছিলেন তিনি। আট বছর পর আবার তিন অঙ্কে পৌঁছোলেন। ৫১ বছর পর ভারতের মাটিতে এক ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার শতরান করলেন।
এই পিচে খেলায় ফিরতে হলে কিছুটা ভাগ্যের সঙ্গও দরকার ছিল ভারতের। সেটাই হল। শতরানের পর সিরাজের একটি বলে প্লেড-অন হলেন হোপ। বলে কিছুটা নিচু হল। ফলে শট খেলতে সমস্যা হল তাঁর। ১০৩ রানে আউট হলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ়ের নীচের সারির ব্যাটারেরা যে কুলদীপের বল বুঝতে পারছেন না তা এই ইনিংসেও দেখা গেল। যে কুলদীপ প্রথম ১৫ ওভার উইকেট পাননি, সেই তিনিই পর পর ৩ উইকেট নিলেন। অধিনায়ক চেজ় ফিরলেন ৪০ রানে। শেষ উইকেটেও লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ়। ৫০ রানের জুটি হয়ে শেষ উইকেটে। তাদের এখনও অল আউট করতে পারেনি ভারত। এখন দেখার চা বিরতির পর ম্যাচ জিততে ভারতের আর কত সময় লাগে।