India Vs West Indies

বার্বাডোজে জয়ের সাক্ষী বিশ্বকাপ ট্রফি, আত্মবিশ্বাসী হোপদের লক্ষ্য এ বার সিরিজ় জয়

ভারতকে দ্বিতীয় এক দিনের ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক হোপ। তৃতীয় ম্যাচে সিরিজ় জয়ের জন্য ঝাঁপাতে চান। সতীর্থদের থেকে আরও একটা ভাল পারফরম্যান্স আশা করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১২:১৭
Share:

শনিবার বার্বাডোজে মাঠের ধারে রাখা হয়েছিল এক দিনের বিশ্বকাপের ট্রফি। ছবি: আইসিসি।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় এক দিনের ম্যাচ উপলক্ষে শনিবার বার্বাডোজে নিয়ে যাওয়া হয়েছিল এক দিনের বিশ্বকাপের ট্রফি। যে ট্রফি জেতার এ বার কোনও সুযোগ নেই শাই হোপদের। প্রথম বার এক দিনের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি প্রথম দু’বারের চ্যাম্পিয়নেরা। তবে বিশ্বকাপ ট্রফিকে সাক্ষী রেখে আসন্ন বিশ্বকাপের আয়োজক ভারতকে হারিয়ে খুশি ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক।

Advertisement

বিশ্বকাপের যোগ্যতা অর্জন প্রতিযোগিতায় ব্যর্থতার পর ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে এক দিনের সিরিজ় খেলছে ওয়েস্ট ইন্ডিজ়। রোহিত শর্মার দলকে তিন ম্যাচের সিরিজ়ে হারাতে পারলে, বিশ্বকাপ ব্যর্থতার ক্ষতে সামান্য প্রলেপ পড়তে পারে। শনিবারের জয় সেই সম্ভাবনা তৈরি করেছে। আগামী মঙ্গলবারের ম্যাচেও বিনা লড়াইয়ে ভারতকে জমি ছাড়তে নারাজ হোপ।

দ্বিতীয় ম্যাচের জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের। হোপ মনে করছেন, মাঠে নেমে সবাই সেরাটা দিতে পারলে জয় অসম্ভব নয়। শনিবার খেলার পর তিনি বলেছেন, ‘‘সত্যি বলতে জিততে পেরে ভীষণ ভাল লাগছে। প্রথম ম্যাচের পর আশ্বাস দিয়েছিলাম, আমরা সিরিজ়ে সমতা ফেরানোর চেষ্টা করব। সেই কথা রাখতে পেরেছি আমরা। এখন আমাদের লক্ষ্য পরের ম্যাচ জেতা। তা হলে সিরিজ়ও জিততে পারব আমরা। আশা করছি ছেলেরা সবাই ভাল ক্রিকেট খেলবে। মাঠে আমাদের আচরণ, শরীরী ভাষা কেমন হওয়া উচিত, তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলছি। মাঠে নেমে আত্মবিশ্বাসী থাকা জরুরি।’’

Advertisement

পর পর হারে বিধ্বস্ত দলকে মানসিক ভাবে চাঙ্গা করতে চাইছেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক। হারার আগেই হারতে রাজি নন হোপ। মাঠে সতীর্থদের ইতিবাচক দেখতে চান। প্রতিপক্ষ যেন মনে না করে, তাঁরা হারবেন ধরে নিয়েই খেলতে নেমেছেন।

হোপ বলেছেন, ‘‘আমাদের বার বার ভাল পারফরম্যান্স করতে হবে। যাতে এই ফলের পুনরাবৃত্তি হয়। বার্বাডোজের উইকেটে নতুন বলে বল করা কঠিন ছিল। তবু আমাদের বোলারেরা সাফল্যের সঙ্গে নিজেদের কাজ করেছে। বাকি কাজ শেষ করেছে ব্যাটারেরা। সকলে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। পরের ম্যাচেও আমাদের এমন মানসিকতা নিয়েই আমাদের খেলতে হবে।’’

শনিবার ব্যাট হাতে রান পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ় অধিনায়ক নিজেও। চার নম্বরে ব্যাট করতে নেমে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। খেলেছেন ৮০ বলে ৬৩ রানের অপরাজিত ইনিংস। দু’টি করে চার এবং ছয় মেরেছেন। দল জেতার পাশাপাশি নিজেও রান পাওয়ায় হোপের মেজাজ ফুরফুরে। তৃতীয় এক দিনের ম্যাচে সিরিজ় জয়ের জন্য ঝাঁপাতে চান তিনি। ম্যাচের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি। মঙ্গলবার হোপদের জয়ের সাক্ষী থেকেছে এক দিনের বিশ্বকাপের ট্রফি। সাক্ষী থেকেছেন গ্যারি সোবার্সও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন