দুবাইয়ের গ্যালারিতে রবিবার কি দেখা যাবে এই দৃশ্য? —ফাইল চিত্র
সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। তবে বুধবার দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের লড়াই জমিয়ে দিয়েছে তারা। এখন তাদের দুই ম্যাচে দুই পয়েন্ট। সলমন আঘাদের কাছে এখনও সুযোগ রয়েছে ফাইনালে ওঠার। কী করতে হবে তাদের?
পাকিস্তানের মতো বাংলাদেশও রয়েছে দুই পয়েন্টে। বুধবার ভারতের বিরুদ্ধে খেলবে তারা। যদি এই ম্যাচে বাংলাদেশ জিতে যায়, তা হলে ফাইনালে ওঠার ব্যাপারে তারাই এগিয়ে যাবে। তবে বুধবার ভারত জিতে গেলে, পাকিস্তানের মতো বাংলাদেশেরও হবে দুই ম্যাচে দুই পয়েন্ট। সে ক্ষেত্রে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি যে দল জিতবে, তারাই উঠে যাবে ফাইনালে।
বাংলাদেশের কাছে ভারত হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পাকিস্তানের। সে ক্ষেত্রে বাংলাদেশের হবে দুই ম্যাচে চার পয়েন্ট। যদি পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় এবং ভারত হেরে যায় শ্রীলঙ্কার কাছে, তা হলে পাকিস্তান ফাইনালে উঠে যাবে।
যদি পাকিস্তান হারিয়ে দেয় বাংলাদেশকে এবং বাংলাদেশের কাছে হারের পর ভারত জেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তা হলে তিনটি দেশেরই চার পয়েন্ট করে হবে। তখন নেট রান রেটের সাহায্যে দুই ফাইনালিস্ট বেছে নেওয়া হবে।
আরও একটি অঙ্ক থাকছে। যদি পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় এবং ভারত যদি তাদের বাকি দু’টি ম্যাচেই হারে, তা হলে ফাইনালে বাংলাদেশের জায়গা পাকা। সে ক্ষেত্রে, ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান তিন দেশেরই দুই পয়েন্ট করে হবে। তখন রান রেটের সাহায্যে পরবর্তী ফাইনালিস্ট বেছে নেওয়া হবে।