Mustafizur Rahman Controversy

বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না এলে কী কী বিকল্প থাকছে আইসিসি-র হাতে? অতীতে এমন ঘটনায় কী করা হয়েছে?

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ বোর্ড (বিসিবি)। যত ক্ষণ না আইসিসি রাজি হচ্ছে, তত ক্ষণ কোনও কিছুই চূড়ান্ত নয়। এই পরিস্থিতিতে তিনটি বিকল্প খোলা থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ২১:২২
Share:

বাংলাদেশের টি-টোয়েন্টি দল। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ বোর্ড (বিসিবি)। আইসিসি আনুষ্ঠানিক ভাবে কিছু না জানালেও তারাও এ ব্যাপারে রাজি বলেই জানা গিয়েছে। তবে যত ক্ষণ না আইসিসি রাজি হচ্ছে, তত ক্ষণ কোনও কিছুই চূড়ান্ত নয়। এই পরিস্থিতিতে তিনটি বিকল্প খোলা থাকছে।

Advertisement

প্রথম বিকল্প, ভারত থেকে বাংলাদেশের ম্যাচ সরিয়ে দেওয়া হতে পারে শ্রীলঙ্কায়, যারা বিশ্বকাপের আর এক আয়োজক। ২০২৪-এর ডিসেম্বরে ভারত এবং শ্রীলঙ্কার যে চুক্তি মেনেই এই কাজ করা হবে। ওই চুক্তিতে বলা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত যাবে না পাকিস্তানে। অন্য দিকে, পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। গত বছর মহিলাদের বিশ্বকাপেও ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল শ্রীলঙ্কায়।

দ্বিতীয় বিকল্প, বাংলাদেশকে পয়েন্ট হারাতে হতে পারে এবং ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলি ছেড়ে দিতে হতে পারে। এতে বিপক্ষ দলগুলি দু’পয়েন্ট করে পাবে। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ় খেলতে যায়নি শ্রীলঙ্কায়। একই ভাবে, ২০০৩ বিশ্বকাপে নিউ জ়িল্যান্ড এবং ইংল্যান্ড ওয়াকওভার দিয়েছিল যথাক্রমে কেনিয়া এবং জ়িম্বাবোয়েকে। ওই দুই দেশে খেলতে যেতে রাজি হয়নি তারা।

Advertisement

তৃতীয় বিকল্প, বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাতিল করে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে। অতীতে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ জিনিস হয়েছে। অস্ট্রেলিয়া খেলতে যেতে চায়নি বাংলাদেশ। তাদের বাদ দিয়ে আয়ারল্যান্ডকে নেওয়া হয়।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, সব ম্যাচই ভারতে খেলার কথা রয়েছে বাংলাদেশের। তার মধ্যে তিনটি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং অপর ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

বাংলাদেশ বোর্ড বিবৃতিতে জানিয়েছে, রবিবার দুপুরে বিসিবি পরিচালকমণ্ডলী আপৎকালীন বৈঠক করেন। সেখানেই সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। গত ২৪ ঘণ্টায় যা যা হয়েছে সে বিষয়ে আলোচনা করার পাশাপাশি পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়। ভারতে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে তাতে গভীর আশঙ্কা প্রকাশ করেছে বোর্ড।

এখনকার পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ভারত সফরগামী বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষার কথা ভেবে বাংলাদেশ সরকারের পরামর্শ মেনে পরিচালকমণ্ডলী সিদ্ধান্ত নিয়েছে, এই পরিস্থিতিতে জাতীয় দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।

বিসিবি-র তরফে আনুষ্ঠানিক ভাবে আইসিসি-কে সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলি যাতে ভারতের বাইরে অন্য কোনও দেশে দেওয়া হয় সেই অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, বোর্ড সদস্যদের কথা মাথায় রেখেই যে এই সিদ্ধান্ত, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিসিবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement