India vs Australia 2025

পার্‌থের মতো অ্যাডিলেডেও কি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হবে? কী বলছে বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস

পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম এক দিনের ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। দুই তারকা ক্রিকেটারও রান পাননি। বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। সেখানেও কি বৃষ্টি বাদ সাধবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১১:২৫
Share:

অ্যাডিলেড স্টেডিয়াম। — ফাইল চিত্র।

বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তন দেখার জন্য অপেক্ষা করে বসেছিল ক্রিকেটবিশ্ব। তবে ১৯ অক্টোবর পার্‌থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম এক দিনের ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। দুই তারকা ক্রিকেটারও রান পাননি। বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। সেখানেও কি বৃষ্টি বাদ সাধবে?

Advertisement

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার অ্যাডিলেডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মাত্র ১০-২০ শতাংশ বৃষ্টি হতে পারে। ম্যাচের মাঝে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। আকাশে মেঘ থাকবে সারা ক্ষণই। তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির কাছাকাছি। ফলে মনোরম পরিবেশে খেলার সুযোগ পাবে দুই দল।

অ্যাডিলেডে এক দিনের ক্রিকেটে ছ’বার মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত জিতেছে দু’বার, অস্ট্রেলিয়া চার বার। ভারতের দু’টি জয়ই এসেছে শেষ দুই সাক্ষাতে। শেষ বার ২০১৯-এ এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বিরাট কোহলি শতরান করে দলকে জিতিয়েছিলেন। বৃহস্পতিবার আবার তাঁর ব্যাট থেকে একটি শতরান দেখার আশায় ক্রিকেটবিশ্ব।

Advertisement

অ্যাডিলেডের পিচে সাধারণত ব্যাটারেরা সুবিধা পেয়ে থাকেন। পিচ পাটা হয়। বাউন্সও ভাল পাওয়া যায়। ব্যাটারদের পক্ষে খেলা সুবিধার। ফলে রোহিত, কোহলি, শুভমন গিলদের সামনে রানে ফেরার একটি সুযোগ রয়েছে। পাশাপাশি এই মাঠে স্পিনারেরাও সাহায্য পান। ভারতের হাতে সেই অস্ত্রও রয়েছে। পার্‌থে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে হেরেছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement