Virat Kohli

সাজঘরে অনুষ্কাকে ‘ম্যাম’ বলেছিলেন হর্ষিত, শুধরে দিয়ে কোহলি বলেছিলেন, ‘ভাবি বল’! অজানা কথা প্রকাশ্যে আনলেন জোরে বোলার

সতীর্থদের সঙ্গে মজা করায় জুড়ি নেই বিরাট কোহলির। সুযোগ পেলেই সতীর্থদের পিছনে লাগতে ছাড়েন না তিনি। তেমনই একটি ঘটনা ঘটেছিল হর্ষিত রানার সঙ্গেও। কী হয়েছিল?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং অনুষ্কা শর্মা। — ফাইল চিত্র।

সতীর্থদের সঙ্গে মজা করায় জুড়ি নেই বিরাট কোহলির। ম্যাচ হোক বা অনুশীলন, সুযোগ পেলেই সতীর্থদের পিছনে লাগতে ছাড়েন না তিনি। তেমনই একটি ঘটনা ঘটেছিল হর্ষিত রানার সঙ্গেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা প্রকাশ্যে এনেছেন হর্ষিত।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রাতের কথা উল্লেখ করেছেন হর্ষিত। ওই দিন ভারত ট্রফি জিতেছিল। প্রতিযোগিতায় একটি ম্যাচেও খেলেননি হর্ষিত। তবে দলে ছিলেন। ট্রফি জয়ের উৎসবে শামিল হতে সাজঘরে ঢোকামাত্রই তিনি দেখতে পান অনুষ্কা শর্মাকে। তার পরেই কোহলি জোরে বোলারকে নিয়ে মজা করেন।

হর্ষিতের কথায়, “আমি সাজঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাই অনুষ্কা শর্মাও সেখানে রয়েছে। আমি প্রথম বার ওকে সামনে থেকে দেখলাম। তাই ‘ম্যাম’ বলে সম্বোধন করেছিলাম।” সেটাই কোহলির জন্য যথেষ্ট ছিল। তিনি বলেন, “এই, তুই ওকে ম্যাম বলছিস কেন? ভাবি বল।”

Advertisement

আচমকা কোহলির এই কথায় চমকে যান হর্ষিত। তিনি আমতা আমতা করে বলেন, “আমি কোহলিকে বললাম, প্রথম বার অনুষ্কার সঙ্গে দেখা হল বলে ওকে ম্যাম বলেছি। তখন অনুষ্কার উদ্দেশে কোহলি বলল, ‘আসলে হর্ষিত এমনই। একটু আগেই আমার মাথায় শ্যাম্পেন ঢেলে দিল। এখন তোমাকে ম্যাম বলছে।”

সঞ্চালক জিজ্ঞাসা করেন কোহলি এমনই মজার মানুষ কি না। হর্ষিত বলেন, “মজা করতে প্রচণ্ড ভালবাসে কোহলি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement