ঋষভ পন্থ। — ফাইল চিত্র।
এশিয়া কাপ শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবে বোর্ড। আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজ়। সেই সিরিজ়ের দল কবে বেছে নেওয়া হবে? জানিয়ে দিল বোর্ড। তবে ঘরের মাঠে হতে চলা এই সিরিজ়ে খেলার সম্ভাবনা নেই ঋষভ পন্থের।
মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে চলছে বিভিন্ন পদের জন্য মনোনয়ন জমা। তার মাঝেই বিদায়ী সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, “ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের জন্য ভারতীয় দল বেছে নেওয়া হবে আগামী দু’দিনের মধ্যেই। সম্ভবত ২৩ অক্টোবর বা ২৫ অক্টোবর। অনলাইনে হবে দল নির্বাচন।” সেই দল নির্বাচনের সময় কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিল থাকবেন কি না জানা যায়নি। ২৪ তারিখ ভারতের খেলা রয়েছে এশিয়া কাপে। ২৩ এবং ২৫ নেই। তাই ওই দু’টি দিনই নির্দিষ্ট করা হয়েছে বলে জানা গিয়েছে।
ইংল্যান্ড সিরিজ়ে ক্রিস ওকসের একটি বল স্কুপ করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর চোট সারতে আরও তিন-চার সপ্তাহ লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে খেলার সম্ভাবনা নেই। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্টোবরের মাঝামাঝি যে সাদা বলের সিরিজ় হতে চলেছে সেখানেও খেলার সম্ভাবনা নেই। সব ঠিক থাকে ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ়ে তাঁকে পাওয়া যেতে পারে।
আগামী ২-৬ অক্টোবর অহমদাবাদে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ১০-১৪ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।