বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় শেষ হলেই অস্ট্রেলিয়া সিরিজ় খেলতে সে দেশে রওনা দেবে ভারতীয় দল। টেস্ট দলের অনেকেই সেই সিরিজ়ে রয়েছেন। তবে গোটা দল একসঙ্গে অস্ট্রেলিয়ায় যাচ্ছে না। দুই ভাগে ভাগ হয়ে অস্ট্রেলিয়া রওনা দেওয়া হবে। যাতায়াতের পরিস্থিতি এবং টিকিট পাওয়ার উপর নির্ভর করছে কে কবে যাবেন।
বোর্ডের সূত্র অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর সকালে একটি দল রওনা দেবে। দ্বিতীয় দলটি রওনা দেবে বিকেলে। দূরের বিমান হওয়ায় বিজ়নেস শ্রেণির টিকিট পাওয়ার উপর বিষয়টি নির্ভর করছে। ১৪ অক্টোবরই দিল্লি চলে আসার কথা রোহিত এবং কোহলির।
সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলেছেন, “যাওয়ার দিন বা তার আগের দিন রাজধানীতে চলে আসবে বিরাট এবং রোহিত।” শোনা যাচ্ছে, কোহলি, রোহিত, শ্রেয়সের মতো টেস্ট দলে না থাকা ক্রিকেটারেরা প্রথম পর্বে রওনা দেবেন। টেস্ট দলে যাঁরা রয়েছেন তাঁদের বিকেলে রওনা দেওয়ার কথা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে ১৯ অক্টোবর পার্থে। সেখানেই যাবে গোটা দল। এক দিনের দলে যাঁরা রয়েছেন তাঁদের সকলেরই দিল্লিতে আসার কথা। যাঁরা এখন ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তাঁদের কারও দলের খেলা যদি সময়ের আগে শেষ হয়ে গিয়ে থাকে, তা হলে অল্প সময়ের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে পারেন।
উল্লেখ্য, কোহলি, রোহিতকে নিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছেন শুভমন গিল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরুর আগে শুভমন বলেছেন, “রোহিত এবং বিরাটের যে অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে তা খুব কম ক্রিকেটারেরই থাকে। খুব কম ক্রিকেটারই ওদের মতো এত ম্যাচ জেতাতে পেরেছে। এই দক্ষতা, মান এবং অভিজ্ঞতা বিশ্বের খুব বেশি খেলোয়াড়ের কাছে নেই। তাই বিশ্বকাপের পরিকল্পনায় ওরা ভাল ভাবেই রয়েছে।”