Anushka Sharma on Virat Kohli Wicket

‘মনে রাখব তোমার চোখের জল, যা তুমি সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিলে!’ বিরাট-বিদায়ে বার্তা স্ত্রী অনুষ্কার

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তাঁর অবসর নিয়ে মুখ খুলেছেন স্ত্রী অনুষ্কা শর্মা। কোহলির অবসর নিয়ে কী বলেছেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৭:০৪
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং অনুষ্কা শর্মা। —ফাইল চিত্র।

বিরাট কোহলি অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে। ১৪ বছর ভারতের হয়ে সাদা জার্সিতে খেলে থামার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খেলোয়াড়জীবনে বরাবর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিজের সেরা সমর্থক বলেছেন কোহলি। এ-ও জানিয়েছেন, কঠিন সময়ে কী ভাবে অনুষ্কা তাঁর পাশে থেকেছেন। কোহলির অবসরের পর মুখ খুলেছেন অনুষ্কা। কোহলিকে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

সমাজমাধ্যমে একটি ছবি দিয়েছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেট মাঠে হাসিমুখে তাঁরা দু’জন। কোহলি টেস্ট জার্সি পরে রয়েছেন। অনুষ্কা লেখেন, “ওরা রেকর্ড ও মাইলফলক নিয়ে কথা বলবে। কিন্তু আমি মনে রাখব সেই চোখের জল, যা তুমি কারও সামনে ফেলোনি। সেই সব লড়াই, যা কেউ দেখেনি। মনে রাখব এই ফরম্যাটকে কতটা ভালবাসা তুমি দিয়েছ। আমি জানি তার জন্য তোমাকে কতটা ত্যাগ করতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজ়ের পরে তুমি ফিরে এসেছ আরও পরিণত, আরও নম্র হয়ে। এই সময়ে তোমার পরিবর্তনের সাক্ষী থেকেছি।”

অনুষ্কা ভেবেছিলেন, সবশেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন কোহলি। কিন্তু তিনি আগেই তা করে ফেললেন। এখনও এক দিনের ক্রিকেট খেলবেন কোহলি। অনুষ্কা লেখেন, “কেন জানি না, আমার মনে হত, টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে তুমি। কিন্তু তুমি সবসময় নিজের মনের কথা শুনেছ। আমি শুধু এটুকুই বলতে চাই, এই বিদায়ের প্রতিটা মুহূর্ত তুমি অর্জন করেছ।”

Advertisement

কোহলির সঙ্গে বিয়ের পর মাঝেমাঝেই মাঠে দেখা গিয়েছে অনুষ্কাকে। ২০২৩ সালে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গের পর সকলের আগে অনুষ্কাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন কোহলি। আবার কোহলির চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সাক্ষী থেকেছেন তিনি। জীবনের প্রতি পদে একে অপরের সঙ্গে হেঁটেছেন তাঁরা। টেস্ট কেরিয়ারের শেষ মুহূর্তেও কোহলির পাশেই থাকলেন অনুষ্কা।

সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি। তিনি লেখেন, “১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারাজীবন এই শিক্ষা বহন করব।’’ তিনি আরও লিখেছেন, ‘‘সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না। তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে।’’

কোহলি জানিয়েছেন, অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তিনি লিখেছেন, ‘‘ক্রিকেটের এই ফরম্যাট থেকে সরে যাওয়া সহজ নয়। তবু সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে। আমার সব কিছু এই ফরম্যাটের জন্য দিয়েছি। যা আশা করেছিলাম, তার থেকে অনেক বেশি ফিরে পেয়েছি।’’ শেষে লিখেছেন, ‘‘কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি। যাদের সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি এবং এই যাত্রাপথে যাদের সাহায্য পেয়েছি, সকলের কাছে আমি কৃতজ্ঞ। সবসময় হাসিমুখে নিজের টেস্টজীবনের দিকে ফিরে দেখব। ২৬৯ নম্বর টুপির যাত্রা শেষ হল।’’ লেখার শেষে কোহলি দিয়েছেন ভালবাসার ইমোজি।

অবসরের দিনই স্ত্রী অনুষ্কার সঙ্গে মুম্বই ছেড়েছেন কোহলি। দিল্লি গিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement