মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামে হবে বিশ্বকাপ ফাইনাল। ছবি: পিটিআই।
মহিলাদের এক দিনের বিশ্বকাপ ফাইনাল। রবিবার নবি মুম্বইয়ে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। হরমনপ্রীত কৌরদের শুধু লরা উলভার্টদের সঙ্গে লড়াই করলেই হবে না। তাঁদের লড়াই করতে হতে পারে প্রকৃতির সঙ্গেও। কারণ, রবিবার মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিলেন আবহবিদেরা।
বিশ্বকাপ ফাইনালে কতটা প্রভাব ফেলবে বৃষ্টি? রবিবার সকাল থেকে মুম্বইয়ের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। দুপুর থেকে আকাশে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে। নির্বিঘ্নে খেলা শুরু করতে সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে পরের দিকে বৃষ্টি হতে পারে মুম্বইয়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার বিকাল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মুম্বইয়ে। এই সময়ে বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ। সন্ধে ৬টা থেকে ৭টা পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এই সময় বৃষ্টির সম্ভাবনা ৫৮ শতাংশ। রাত ১০টা পর্যন্ত ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুরো ৫০ ওভার করে খেলা হওয়া নিয়ে রয়েছে সংশয়। আবহবিদেরা জানিয়েছেন, রবিবার সারা দিন মুম্বইয়ের আর্দ্রতা থাকবে বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ফলে আবহাওয়া থাকবে বেশ অস্বস্তিকর।
সব মিলিয়ে হরমনপ্রীতদের শুধু দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করলেই হবে না। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য তাঁদের লড়াই করতে হবে আবহাওয়ার সঙ্গেও। ডাকওয়ার্থ লুইস পদ্ধতির কথা মাথায় রেখে খেলতে হবে। আগে ব্যাট করলে উইকেট বাঁচিয়ে খেলার কথা ভাবতে হবে। অতি আগ্রাসী হতে গিয়ে উইকেট হারানো চলবে না।