IPL 2025

আরসিবি চ্যাম্পিয়ন হতে না পারলেই বিবাহবিচ্ছেদ! কোহলিদের মহিলা ভক্তের পোস্টার ঘিরে হইচই

২০০৯ এবং ২০১১ সালে আইপিএলের ফাইনালে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ট্রফি জেতা হয়নি বিরাট কোহলিদের। এ বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাই বেশ মরিয়া রজত পাটিদারের দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২০:২৯
Share:

আরসিবির এই মহিলা ভক্তের কাণ্ডে হইচই। ছবি: এক্স (টুইটার)।

বিরাট কোহলিরা আইপিএল চ্যাম্পিয়ন না হলে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক সমর্থক। আইপিএলের প্রথম কোয়ালিফায়ার চলাকালীন গ্যালারিতে এমন পোস্টার হাতে দেখা যায় এক মহিলাকে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর সেই পোস্টার।

Advertisement

পঞ্জাবের মুল্লানপুরে পঞ্জাব কিংস এবং আরসিবির ম্যাচের মাঝে টেলিভিশনের স্ক্রিনে দেখা যায় এক মহিলাকে। গ্যালারিতে থাকা বেঙ্গালুরুর ওই মহিলা ভক্তের হাতে ছিল একটি হাতে লেখা পোস্টার। তাতে লেখা ছিল, ‘আরসিবি চ্যাম্পিয়ন না হলে স্বামীকে ডিভোর্স দেব।’ বেঙ্গালুরু সমর্থকের এই পোস্টার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

২০০৯ এবং ২০১১ সালে আইপিএলের ফাইনালে উঠেছিলেন কোহলিরা। কিন্তু ট্রফি জেতা হয়নি তাঁদের। এ বার তাই একটু বেশিই মরিয়া রজত পাটিদারের দল। তাঁদের মতো আরসিবি সমর্থকেরাও এ বার ট্রফি চাইছেন। তবে ওই মহিলা সমর্থকের পোস্টার হইচই ফেলে দিয়েছে। লাল শাড়ি পরা ওই মহিলা একটি হলুদ রঙের কাগজে কালো এবং লাল কালিতে নিজের বার্তা লিখে এনেছিলেন। তবে কেন তিনি বিবাহবিচ্ছেদের কথা ভাবছেন তা জানা যায়নি।

Advertisement

আলোচনায় উঠে আসা আরসিবির ওই মহিলার সমালোচনা করেছেন অনেকেই। কোহলিদের আইপিএল না জেতার সঙ্গে তাঁর সংসার ভাঙার সম্পর্ক কী, সেই প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন, অতি উৎসাহের বহিঃপ্রকাশেই এমন করেছেন ওই সমর্থক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement