Asian Athletics Championships

দ্বিতীয় সোনা গুলবীরের, হাই জাম্পে পূজা, হেপ্টাথলনে নন্দিনীও সোনা জিতলেন এশীয় অ্যাথলেটিক্সে

শুক্রবার এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে তিনটি সোনা জিতলেন ভারতীয় অ্যাথলিটেরা। দেশকে দ্বিতীয় সোনা দিলেন গুলবীর সিংহ। পদক তালিকায় দ্বিতীয় স্থানে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২০:২০
Share:

গুলবীর সিংহ। ছবি: এক্স (টুইটার)।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিন তিনটি সোনা এল ভারতের ঝুলিতে। ট্র্যাক ইভেন্টের পাশাপাশি ফিল্ড ইভেন্ট থেকেও এল সোনা। ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় সোনার পদক পেলেন গুলবীর সিংহ। সোনা জিতলেন দুই মহিলা অ্যাথলিটও। পদক তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে ভারত।

Advertisement

১০ হাজার মিটারের পর পাঁচ মিটার দৌড়েও সোনা পেলেন গুলবীর। ১০ বছরের পুরনো মিট রেকর্ড ভেঙে শুক্রবার সোনা জিতলেন গুলবীর। ২০১৫ সালে কাতারের মহম্মদ আল-গারনি ১৩ মিনিট ৩৪.৪৭ সেকেন্ড সময় করে মিট রেকর্ড গড়েছিলেন। দক্ষিণ কোরিয়ার গুমিতে সেই রেকর্ড ভাঙলেন গুলবীর। পাঁচ হাজার মিটারে সোনা জেতার পথে তিনি সময় নিয়েছেন ১৩ মিনিট ২৪.৭৭ সেকেন্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি হারিয়েছেন তাইল্যান্ডের কিয়েরান তুনিভেতকে। রুপোজয়ী দৌড় শেষ করেছেন ১৩ মিনিট ২৪.৯৭ সেকেন্ডে। এই ইভেন্টে ব্রোঞ্জ জাপানের নাগিয়া মুরির। তিনি সময় নিয়েছেন ১৩ মিনিট ২৫.০৬ সেকেন্ড। দ্বিতীয় ভারতীয় হিসাবে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০ হাজার এবং পাঁচ হাজার মিটারে সোনা জিতলেন গুলবীর। ২০১৭ সালে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন জি লক্ষ্মণন।

মহিলাদের হাই জাম্পে সোনা জিতলেন পূজা। ১৮ বছরের অ্যাথলিট ১.৮৯ মিটার লাফিয়েছেন। তার আগে ১.৮৩ মিটার এবং ১.৮৬ মিটার উচ্চতা প্রথম প্রচেষ্টায় টপকাতে না পেরে খানিকটা চাপে পড়ে গিয়েছিলেন। তবে ১.৮৯ মিটার উচ্চতা প্রথম প্রচেষ্টাতেই টপকে গিয়ে সোনা জিতে নেন তিনি। এটাই পূজার সেরা পারফরম্যান্স। সোনা নিশ্চিত হওয়ার পর নতুন জাতীয় রেকর্ড গড়ার চেষ্টা করেন শেষ প্রচেষ্টায়। কিন্তু ১.৯২ মিটার উচ্চতা টপকাতে ব্যর্থ হন। এই ইভেন্টে রুপো এবং ব্রোঞ্জ পেয়েছেন যথাক্রমে উজ়বেকিস্তানের সাফিনা সাদুলভা এবং কাজ়াখস্তানের ইয়েলিজ়াভেতা।

Advertisement

শনিবার ভারতকে প্রথম সোনাটি এনে দেন নন্দিনী আগাসারা। তৃতীয় ভারতীয় হিসাবে হেপ্টাথলনে সোনা জিতলেন তিনি। ২০০৫ সালে সোমা বিশ্বাস এবং ২০১৭ সালে স্বপ্না বর্মন সোনা জিতেছিলেন এই ইভেন্টে। গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পান নন্দিনী। দু’দিনে সাতটি ইভেন্টের পর নন্দিনীর সংগ্রহ ৫৯৪১ পয়েন্ট।

পদক তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতীয় অ্যাথলিটেরা। আটটি সোনা, সাতটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ-সহ ১৮টি পদক রয়েছে ভারতের ঝুলিতে। শীর্ষে রয়েছে চিন। তাদের দখলে রয়েছে ১৫টি সোনা, আটটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। মোট ২৬টি পদক তাদের। তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাদের দখলে চারটি সোনা, ১০টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ। মোট ২৪টি পদক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement