Women's T20 World Cup

পাকিস্তানের হাতে বেঁচে ভারতের আশা, কী ভাবে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেন হরমনরা?

এখনও সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে রয়েছে হরমনপ্রীত কৌরের দলের। তবে উল্টো দিকও রয়েছে। ভারত বিদায়ও নিতে পারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৪
Share:

হরমনপ্রীতরা কি সেমিফাইনালে যেতে পারবেন? ছবি: টুইটার

শনিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে ভারত। রিচা ঘোষ, স্মৃতি মন্ধানাদের লড়াই জেতাতে পারেনি ভারতকে। হারতে হয়েছে ১১ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই ভারতের প্রথম হার। আগের দু’টি ম্যাচে তারা জিতেছে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। তবে এখনও সেমিফাইনালে যাওয়ার আশা বেঁচে রয়েছে হরমনপ্রীত কৌরের দলের। তবে উল্টো দিকও রয়েছে। ভারত বিদায়ও নিতে পারে।

Advertisement

সোমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলতে নামবে ভারত। সেটাই গ্রুপে তাদের শেষ ম্যাচ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলেই সেমিফাইনালে উঠে যাবে ভারত। তবে ইংল্যান্ডকে টপকে গ্রুপ শীর্ষে ওঠার সম্ভাবনা কম। যদি তা হতে হয়, তা হলে পাকিস্তানের কাছে ইংল্যান্ডকে হারতেই হবে। তার পরে আসবে নেট রান রেটের অঙ্ক। এই মুহূর্তে ইংল্যান্ডের নেট রান রেট (১.৭৮৬) ভারতের থেকে (০.২০৫) অনেকটাই ভাল।

সেমিফাইনালে ওঠার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনই ভারত প্রতিযোগিতা থেকে ছিটকেও যেতে পারে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের। যদি পাকিস্তান জেতে, তা হলে রান রেটের সুবাদে তারা ভারতকে টপকে দ্বিতীয় স্থানে চলে যাবে। কারণ পাকিস্তানের রান রেট (১.৫৪২) অনেক ভাল ভারতের থেকে। শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের। সেই ম্যাচের উপরে সে ক্ষেত্রে অনেক কিছু নির্ভর করবে। তবে রবিবার পাকিস্তান জিতলে, ভারতকে অবশ্যই আয়ারল্যান্ডকে হারাতে হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন