ICC Womens T20 World Cup 2026

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে, কবে থেকে শুরু প্রতিযোগিতা?

পরের বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ইংল্যান্ডে। সেই প্রতিযোগিতা কোন কোন মাঠে খেলা হবে তা জানিয়ে দেওয়া হল বৃহস্পতিবার। ১২ দলের বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে। ৫ জুলাই হবে সেই ম্যাচ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৭:২৪
Share:

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

পরের বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ইংল্যান্ডে। সেই প্রতিযোগিতা কোন কোন মাঠে খেলা হবে তা জানিয়ে দেওয়া হল বৃহস্পতিবার। ১২ দলের বিশ্বকাপের ফাইনাল হবে লর্ডসে। ৫ জুলাই হবে সেই ম্যাচ।

Advertisement

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বছরের ১২ জুন। মোট ৩৩টি ম্যাচ খেলা হবে। এ বারই প্রথম এত বেশি দলকে নিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে। লর্ডস ছাড়া আরও ছ’টি মাঠে ম্যাচগুলি হবে। সেগুলি হল ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলে, এজবাস্টন, ওভাল, হ্যাম্পশায়ার বোল এবং ব্রিস্টল। আনুষ্ঠানিক সূচি কিছু দিন পরে ঘোষণা করা হবে।

বিশ্বকাপে ১২টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। তার পর শুরু হবে নকআউট পর্ব। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউ জ়‌িল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ়-সহ আটটি দল ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি দল ঠিক হবে যোগ্যতা অর্জনকারী ম্যাচের মাধ্যমে।

Advertisement

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “ইংল্যান্ডের বিপুল বৈচিত্রের জন্য বরাবরই সব দল সমর্থন পেয়েছে। ২০১৭ সালে লর্ডসে হওয়া মহিলাদের বিশ্বকাপ ফাইনাল এখনও পর্যন্ত মহিলাদের ক্রিকেটের অন্যতম সেরা মুহূর্ত। তাই লর্ডস ছাড়া ফাইনালের জন্য অন্য কোনও মাঠের নাম ভাবাই যেত না।”

উল্লেখ্য, ২০২০ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মেলবোর্নে হাজির হয়েছিলেন ৮৬,১৭৪ জন দর্শক। এখনও পর্যন্ত মেয়েদের ম্যাচে দর্শকসংখ্যার নিরিখে সেটিই সর্বোচ্চ। এর পর ২০২৩ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও মাঠ ভর্তি হয়ে গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement