ICC Women's World Cup

Mithali Raj: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিতালি-ঝুলনদের বিরাট সুবিধা করে দিল পাকিস্তান

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল কার্যত নিশ্চিত দক্ষিণ আফ্রিকারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১৬:০৭
Share:

মিতালিদের সুবিধা করল পাকিস্তান ছবি টুইটার

মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের অনেকটাই সুবিধা করে দিল পাকিস্তান। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে অন্যতম কাঁটা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সোমবার তারা হেরে যাওয়ায় ভারতের বিরাট সুবিধা হল।

Advertisement

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইতি মধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে অস্ট্রেলিয়া। চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে সেমিফাইনাল কার্যত নিশ্চিত দক্ষিণ আফ্রিকারও। ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড চার পয়েন্ট নিয়ে পরের তিনটি স্থানে রয়েছে। ভারতের শেষ দু’টি ম্যাচ বাংলাদেশে (মঙ্গলবার) ও দক্ষিণ আফ্রিকার (রবিবার) বিপক্ষে। সেই দু’টি ম্যাচে জিততেই হবে মিতালি রাজের দলকে। তবে সোমবার ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় সেমিফাইনালের দৌড়ে কিছুটা সুবিধা হল ভারতের।

সোমবার হ্যামিল্টনে প্রচণ্ড বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ে শুরুই করা যায়নি। বৃষ্টি থামলে ঠিক হয় ২০ ওভারের ম্যাচ হবে। পাকিস্তান বোলারদের দাপটে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮৯/৭-এর বেশি তুলতে পারেনি ক্যারিবিয়ানরা। জবাবে দু’উইকেট হারিয়ে সাত বল থাকতেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ১৩ বছর পর মহিলা বিশ্বকাপে জিতল পাকিস্তান। শেষ বার জিতেছিল ২০০৯ সালে। এ বারের মহিলা বিশ্বকাপে টানা চার ম্যাচে হারের পর এটাই তাদের প্রথম জয়।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন