প্রথম টেস্টে ক্যাচ ফেলার সময় যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
অবশেষে ‘শাস্তি’ পেলেন যশস্বী জয়সওয়াল। লি়ডস টেস্টে একাই চারটি ক্যাচ ফেলে দিয়েছিলেন। ভারতের হারের নেপথ্যে এটি অন্যতম বড় কারণ। ভারতীয় দলের স্লিপ ফিল্ডিং থেকে সরিয়ে দেওয়া হল যশস্বীকে।
বুধবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু। তার আগে সোমবার ভারতীয় দলের অনুশীলনে ফিল্ডিংয়ের উপর জোর দেওয়া হয়। বিশেষ করে স্লিপ ক্যাচিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। সেখানেই দেখা যায় ‘স্লিপ কর্ডন’-এ যশস্বী নেই।
প্রথম টেস্টে যশস্বী যে চারটি ক্যাচ ফেলেছিলেন, তার মধ্যে ছিল বেন ডাকেটের ক্যাচ। তিনি যখন ৯৭ রানে, তখন তাঁর ক্যাচ ফেলেন যশস্বী। শেষ পর্যন্ত ডাকেট ১৪৯ রান করেন।
সোমবারের ফিল্ডিং কোচ টি দিলীপ যখন অনুশীলন করান, তখন দেখা যায় প্রথম স্লিপে করুণ নায়ার, দ্বিতীয় স্লিপে কেএল রাহুল এবং তৃতীয় স্লিপে শুভমন গিল রয়েছেন। যশস্বীকে লেগ স্লিপে রাখা হয়। ধ্রুব জুরেলকে রাখা হয় শর্ট লেগে। স্লিপে সাধারণত ব্যাটিং অর্ডারের উপরের দিকের ব্যাটারদেরই রাখা হয়। যাতে কম পরিশ্রম করতে হয়। ওপেনার হিসাবে যশস্বী তাই স্লিপে প্রথম পছন্দ। কিন্তু সোমবারের অনুশীলনে তিনি স্লিপে ছিলেন না।
অনুশীলনে আসল ম্যাচের পরিস্থিতি তৈরি করার জন্য অভিনব পন্থা নেন দিলীপ। একটি কালো কাপড় ব্যবহার করে ‘ব্লাইন্ড স্পট’ তৈরি করা হয়। যার পিছন থেকে দিলীপ স্লিপ ফিল্ডারদের ক্যাচ অনুশীলন করান।
জসপ্রীত বুমরাহ-সহ বোলারদেরও ক্যাচিং অনুশীলন করানো হয়। দিলীপ ছাড়াও সহকারী কোচ রায়ান টেন দুশখাতে এবং বোলিং কোচ মর্নি মরকেলও ক্যাচিং অনুশীলন করান।
ম্যাচের সময় যশস্বীকে আবার স্লিপে দেখা যায় কি না, সেটাই এখন দেখার বিষয়।