Yuzvendra Chahal

কারও জীবন অতিষ্ঠ করে তুলে কী লাভ? ধনশ্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে আবার মুখ খুললেন চহল

ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে যুজবেন্দ্র চহলের। তা নিয়ে আবার মুখ খুললেন ভারতীয় দলের স্পিনার। জানালেন, যা হয়েছে তার জন্য কেউ কেউ তাঁকে ঘৃণাও করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
Share:

ধনশ্রী বর্মা (বাঁ দিকে) এবং যুজবেন্দ্র চহল। — ফাইল চিত্র।

গত বছরের মাঝামাঝি ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে যুজবেন্দ্র চহলের। সেই বিষয়ে আবার মুখ খুললেন ভারতীয় দলের স্পিনার। জানালেন, ওই পর্ব তিনি পেরিয়ে এসেছেন। যা হয়েছে তার জন্য কেউ কেউ তাঁকে ঘৃণাও করেন।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে চহল বলেছেন, “ওটা আমার জীবনের একটা অধ্যায় ছিল। সেটা এখন শেষ। ওই জায়গা আমি ছেড়ে এসেছি। আর সেখানে আটকে থাকতে চাই না। আদালত থেকে বেরিয়ে আসার পরেই সব শেষ হয়ে গিয়েছিল।” চহলের ইঙ্গিত, আইনি বিচ্ছেদ তাঁকে মানসিক ভাবে শান্তি দিয়েছে। তবে মানুষের প্রশ্ন এবং কৌতূহলের মুখেও ফেলে দিয়েছে।

চহলকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে প্রাক্তন স্ত্রী-র প্রতি কোনও বিদ্বেষ নেই ভারতের অফস্পিনারের। তিনি বলেছেন, “আমি নিজের জীবন নিয়ে খুশি। ও ওর জীবন নিয়ে। কারও জীবন অতিষ্ঠ করে তুলে কী লাভ আছে?”

Advertisement

চহল জানিয়েছেন, এখন তিনি পুরোপুরি একা। বলেছেন, “এত মানুষ আপনাকে ভালবাসে মানে কেউ কেউ আপনাকে ঘৃণাও করে। আমি সব দেখেছি এই জীবনে। সমাজমাধ্যমে ট্রোল্‌ড হয়েছি। সে সব কাটিয়ে উঠেছি এখন।”

চহলের মতে, ধনশ্রীর সঙ্গে তাঁর বিয়ে একটি অতীত ঘটনা, যা তিনি কাটিয়ে উঠেছেন এবং ভবিষ্যতে আর ফিরে যেতে চান না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement