Sports News

বিনোদ খন্নাকে শ্রদ্ধা জানিয়ে টুইট ক্রিকেটারদেরও

বিনোদ খন্নার জীবনাবসানে শোকের ছায়া ক্রিকেট জগতেও। ভারতীয় ক্রিকেটের অনেককেই দেখা গেল টুইটে তাঁকে শ্রদ্ধা জানাতে। সেই তালিকায় ভারতীয় দলের হেড কোচ অনিল কুম্বলে থেকে সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর থেকে যুবরাজ সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ২১:৪২
Share:

বিনোদ খন্নার জীবনাবসানে শোকের ছায়া ক্রিকেট জগতেও। ভারতীয় ক্রিকেটের অনেককেই দেখা গেল টুইটে তাঁকে শ্রদ্ধা জানাতে। সেই তালিকায় ভারতীয় দলের হেড কোচ অনিল কুম্বলে থেকে সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর থেকে যুবরাজ সিংহ। সকলেই শ্রদ্ধা জানিয়েছে বলিউডের এই তারকাকে।

Advertisement

আরও খবর: বিনোদ খন্না প্রয়াত (১৯৪৬-২০১৭)

গত ৯ এপ্রিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বিনোদ খন্নার ছেলে ও অভিনেতা রাহুল খন্না জানিয়েছেন অতিরিক্ত ডিহাইড্রেশনের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন ব্লাডার ক্যান্সারে। বৃহস্পতিবার দুপুরে মৃত্যু হয় তাঁর।

Advertisement

(_) ' ! 🙏🙏 (_)

(_) ' ! (_)

(_) ' ! 🙏🙏 (_)

(_) ' ! 🙏🙏 (_)

(_) ' ! 🙏🙏 (_)

(_) ' ! 🙏🙏 (_)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement