ফুটবলই সব নয়: রোনাল্ডো

ফুটবল তাঁকে লক্ষ লক্ষ সমর্থক দিয়েছে। ফুটবল তাঁকে বিশ্বের সেরা ট্রফিগুলো জিততে সাহায্য করেছে। ফুটবল তাঁকে ব্যালন ডি’অর দিয়েছে। তবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করছেন, তাঁর জীবনে ফুটবলই সব কিছু নয়। চমকপ্রদ ভাবে তিনি বলে দিয়েছেন, ‘‘জীবনে সব কিছুই ফুটবল না। আরও অনেক কিছু আছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৬
Share:

ফুটবল তাঁকে লক্ষ লক্ষ সমর্থক দিয়েছে। ফুটবল তাঁকে বিশ্বের সেরা ট্রফিগুলো জিততে সাহায্য করেছে। ফুটবল তাঁকে ব্যালন ডি’অর দিয়েছে। তবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করছেন, তাঁর জীবনে ফুটবলই সব কিছু নয়। চমকপ্রদ ভাবে তিনি বলে দিয়েছেন, ‘‘জীবনে সব কিছুই ফুটবল না। আরও অনেক কিছু আছে।’’

Advertisement

বহু বার নিজের বিলাসবহুল জীবনের জন্য বিতর্কে জড়িয়েছেন রোনাল্ডো। অনেক বিশেষজ্ঞ তাঁকে ডেভিড বেকহ্যামের সঙ্গে তুলনা করতেও ছাড়েননি। যে বেকহ্যামের ফুটবল-প্রতিভার চেয়ে বেশি শিরোনাম পেয়েছে তাঁর মাঠের বাইরের জীবন। তবে রোনাল্ডো বলে দিচ্ছেন, ‘‘ফুটবলের মতো জীবনের বাকি জিনিসগুলোর প্রতিও আমার একটা দায়বদ্ধতা আছে।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘মাঠের বাইরে যেটা পাচ্ছি তার জন্যও অনেক পরিশ্রম করতে হয়েছে। জীবনে কোনও কিছুই সহজে পাওয়া যায় না।’’ রোনাল্ডো স্বীকার করে নিয়েছেন, ছোট থেকেই স্বপ্ন দেখতেন তাঁর নামের ব্র্যান্ড তৈরি হবে। এখন যে স্বপ্নটা সত্যি। সিআর সেভেন বলছেন, ‘‘ছোট থেকেই ইচ্ছা ছিল আমার নামে পারফিউম হবে। আর এখন সেটা করতে পেরে খুবই খুশি। আশা করছি যারা রোনাল্ডোকে ভালবাসে তাদের আমার পারফিউমও পছন্দ হবে।’’

রোনাল্ডোকে সই করাতে এখন থেকেই তত্পর প্যারিস সাঁ জাঁ। আগামী মরসুমে সিআর সেভেনকে মাদ্রিদ থেকে নিয়ে আসতে দফায় দফায় রিয়াল কর্তাদের সঙ্গে বৈঠক সারছেন ফরাসি ক্লাবের মালিক। তবে রিয়াল প্রেসি়ডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ পরিষ্কার করে দিয়েছেন, রোনাল্ডোকে প্যারিসে বিক্রি করতে কোনও অসুবিধা নেই তাঁর। তবে রোনাল্ডোর ‘বাই আউটের’ দাম দিতে হবে ক্লাবকে। যার অঙ্ক ১০ কোটি পাউন্ড। একটি রেডিও সাক্ষাত্কারে রিয়াল প্রেসিডেন্ট বলেছেন, ‘‘হ্যাঁ প্যারিসকে রোনাল্ডো দিতে কোনও সমস্যা নেই। শুধু দশ কোটি পাউন্ড দিক ওরা।’’ সঙ্গে এটাও জানিয়েছেন যে, রিয়ালের সঙ্গে রোনাল্ডোর তিন বছরের চুক্তি এখনও আছে। ‘‘ভবিষ্যতে কী হবে, কেউ বলতে পারে না। কিন্তু রোনাল্ডোর এখনও তিন বছরের চুক্তি আছে। আমরা সবাই চাই ও এখানে থাকুক।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন