জ়িদানের দলে নেই রোনাল্ডো

জ়িদানের পছন্দের ফুটবলারের মোট সংখ্যা ১৭ জন। সেখান থেকেই সেরা এগারোকে বেছে নেওয়ার পক্ষপাতী তিনি। চিনের এক সংবাদমাধ্যমে নিজের স্বপ্নের দল বাছতে বসে গোলরক্ষক হিসেবে বেছেছেন ফরাসি জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ ফাবিয়ান বার্থেজকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ০৫:০৩
Share:

জ়িনেদিন জ়িদানের পছন্দের বিশ্ব দলে ঠাঁই পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।—ছবি রয়টার্স।

অতীত ও বর্তমানের ফুটবলারদের নিয়ে জ়িনেদিন জ়িদান তাঁর পছন্দের বিশ্ব দল গড়লেন। যে দল থেকে বাদ পড়লেন রিয়াল মাদ্রিদে ফরাসি কিংবদন্তির প্রশিক্ষণে প্রচুর গোল করা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। শুধু তাই নয়, জ়িদান কিন্তু তাঁর পছন্দের দলে রেখেছেন বার্সেলোনার মহাতারকা লিয়োনেল মেসিকে। এমনকি এই দলের আক্রমণে জায়গা পেয়েছেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রও।

Advertisement

জ়িদানের পছন্দের ফুটবলারের মোট সংখ্যা ১৭ জন। সেখান থেকেই সেরা এগারোকে বেছে নেওয়ার পক্ষপাতী তিনি। চিনের এক সংবাদমাধ্যমে নিজের স্বপ্নের দল বাছতে বসে গোলরক্ষক হিসেবে বেছেছেন ফরাসি জাতীয় দলে তাঁর প্রাক্তন সতীর্থ ফাবিয়ান বার্থেজকে। রক্ষণ সাজিয়েছেন জার্মান সেন্ট্রাল-ব্যাক কার্লহাইঞ্জ ফর্স্টে, ব্রাজিলের কার্লোস মোজ়ার, লরাঁ ব্লাঁ ও রিয়াল মাদ্রিদের সের্খিয়ো র‌্যামোসকে। লেফ্ট ব্যাকের জায়গায় তাঁর পছন্দের তিন ফুটবলার পাওলো মালদিনি, রবের্তো কার্লোস ও মার্সেলো। রাইটব্যাকে কাফু এবং দানি আলভেস। জ়িদান জানিয়েছেন, মাঝমাঠে তাঁর খুবই পছন্দের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা, ক্লদ মাকলেলে, লুকা মদ্রিচ। মিডফিল্ডার হিসেবে অবশ্য জ়িদান নিজেকে দলে রেখেছেন। আর আক্রমণে এই ফরাসি কিংবদন্তির পছন্দ ব্রাজিলের বড় রোনাল্ডো, নেমার ও লিয়োনেল মেসিকে। জ়িদানের পছন্দের দলে ফ্রান্স ও ব্রাজিলের ফুটবলাররা দলে ভারী। সাত জনকে তিনি বেছেছেন ব্রাজিল থেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন