রোনাল্ডোর পরীক্ষা শুরু

আজ, মঙ্গলবারই ইউরো অভিযানে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষ আইসল্যান্ড। যারা এই প্রথম বার খেলবে ইউরোয়। পর্তুগালকে আন্ডারডগের মধ্যে ধরা হলেও, ম্যাচের দু’দিন আগেই রোনাল্ডো নিজেকে ‘বিশ্বসেরা ফুটবলার’ বলে দাবি করেছেন।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:৩৭
Share:

আজ, মঙ্গলবারই ইউরো অভিযানে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতিপক্ষ আইসল্যান্ড। যারা এই প্রথম বার খেলবে ইউরোয়। পর্তুগালকে আন্ডারডগের মধ্যে ধরা হলেও, ম্যাচের দু’দিন আগেই রোনাল্ডো নিজেকে ‘বিশ্বসেরা ফুটবলার’ বলে দাবি করেছেন। সিআর সেভেনের উপর নজর থাকলেও এ বার পর্তুগালে রয়েছেন রেনাতো সাঞ্চেজ, জোয়াও মারিয়ার মতো তরুণ প্রতিভারাও। যাঁরা যে কোনও সময় ম্যাচের ছবি পাল্টে দিতে পারেন। ফের্নান্দো সান্তোসের দলে পেপের মতো শক্তিশালী ডিফেন্ডার রয়েছেন। সিআর সেভেন যতই নিজেকে বিশ্বসেরা বলুন না কেন, ম্যাচ শুরু হওয়ার আগেই রোনাল্ডোকে কটাক্ষ করে বসেছেন আইসল্যান্ড কোচ লার্স লেগারব্যাক। সিআর সেভেনকে দুর্দান্ত ‘প্লে-অ্যাক্টর’ বলেছেন আইসল্যান্ড কোচ। লেগারব্যাক বলেছেন, ‘‘রোনাল্ডো খুব ভাল প্লেয়ার। কিন্তু তার থেকেও বেশি ভাল প্লে-অ্যাক্টর। পেপেও তো ওর থেকে শিখছে। পর্তুগালে যে বেশ ভাল সিনেমা তৈরি হয় সেটা ওদের দেখে বোঝা যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement