গোল করলেন, দর্শকদের পাল্টাও দিলেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রেগে গেলে কী হতে পারে, তার প্রমাণ পেয়ে গেল বের্নাবাওয়ের দর্শক এবং বিপক্ষ দল। রবিবার রাতে রিয়াল মাদ্রিদ জিতে শীর্ষস্থান নিজেদের দখলে রাখল। বার্সেলোনার থেকে চার পয়েন্ট এগিয়ে গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৭ ০৩:১৪
Share:

সোসিয়েদাদ ম্যাচে রোনাল্ডো-মেজাজ। ছবি: এপি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রেগে গেলে কী হতে পারে, তার প্রমাণ পেয়ে গেল বের্নাবাওয়ের দর্শক এবং বিপক্ষ দল।

Advertisement

রবিবার রাতে রিয়াল মাদ্রিদ জিতে শীর্ষস্থান নিজেদের দখলে রাখল। বার্সেলোনার থেকে চার পয়েন্ট এগিয়ে গেল। সঙ্গে আবার এটাও টের পাওয়া গেল, রিয়াল ভক্ত মানেই বিশ্বের সবচেয়ে অধৈর্য সমর্থক। যারা প্রথম মিনিট থেকেই গোল দেখতে চায়।

রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ৩-০ জিতল রিয়াল মাদ্রিদ। কিন্তু তার আগে দর্শকদের টিটকিরি হজম করতে হল ফিফার বর্ষসেরা ফুটবলারকে। যার জবাবে রোনাল্ডোও অবশ্য পাল্টা দিলেন।

Advertisement

ঘটনাটা কী? প্রথমার্ধের ২৩ মিনিটে একবার বল নিয়ন্ত্রনে রাখতে পারেননি সিআর সেভেন। জবাবে বের্নাবাও গ্যালারি থেকে শুরু হয় কটাক্ষ। ক্লাব আইকনকে ইঙ্গিত করে রিয়াল ভক্তরা টিটকিরি দিতে থাকেন। ক্যামেরায় আবার ধরা পড়ে পাল্টা রোনাল্ডোও অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন।

নিজের ক্লাব সমর্থকদের বিরুদ্ধে ঠান্ডা যুদ্ধে অবশ্য শেষ হাসি হাসলেন রোনাল্ডোই। যিনি দলের প্রথম গোলটা সাজিয়ে দেন। আর নিজে দ্বিতীয় গোলটা করেন। এ দিকে, ক্লাব কিংবদন্তির বিরুদ্ধে সমর্থকদের এই আচরণে চটেছেন রিয়াল তারকারাও। মাতেও কোভাসিচ যেমন পরিষ্কার বলে দিলেন, ‘‘যে ফুটবলার প্রায় প্রতি ম্যাচে গোল পায়, তাকে কেন এ ভাবে গালিগালাজ করা হবে।’’ কিন্তু কোচ জিনেদিন জিদান আবার ধন্যবাদ দিচ্ছেন বের্নাবাও গ্যালারিকে। কোচ মনে করছেন, দর্শকদের এই টিটকিরি হয়তো তাতিয়ে দিয়েছে ফুটবলারদের। খারাপ শুরু করেও জয়ে ফিরেছে দল। ‘‘আমি ধন্যবাদ দিতে চাই বের্নাবাও গ্যালারিকে। সমর্থকরা আজ উদ্দীপ্ত করেছে দলকে,’’ বলছেন রিয়াল কোচ। সঙ্গে তিনি যোগ করেন, ‘‘বেশ কিছু কঠিন ম্যাচের পর জিতে খুব ভাল লাগছে। খুব গুরুত্বপূর্ণ একটা জয় পেলাম আমরা। রক্ষণাত্মক দিক দিয়েও দল ভাল খেলেছে। খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বিপক্ষ। আর সেটায় আমি খুশি। আশা করছি ফর্ম ধরে রাখবে দল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement