Cristiano Ronaldo

বিরল নজির! পেলে-মারাদোনা-মেসিরা যা পারেননি, তা করে দেখালেন রোনাল্ডো

মঙ্গলবার উয়েফা নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে চেনা ছন্দে রোনাল্ডো। জোড়া গোল করলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

লিসবন শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৪
Share:

সুইডেনের বিরুদ্ধে চেনা ছন্দে রোনাল্ডো। ছবি— রয়টার্স।

রোনাল্ডোর সেঞ্চুরি! বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে জাতীয় দলের হয়ে একশো গোলের নজির গড়লেন ‘সিআর সেভেন’। দেশের জার্সিতে রোনাল্ডো ১০১ গোলের পাশে পেলের গোলসংখ্যা ৭৭, মেসির ৭০, মারাদোনার অনেকটাই কম।

Advertisement

সব ঠিকঠাক থাকলে আগের ম্যাচেই হয়তো একশো গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতেন পর্তুগিজ মহানায়ক। কিন্তু ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে পায়ে সংক্রমণের জন্য মাঠেই নামতে পারেননি তিনি। গ্যালারিতে বসেই তিনি দেখেছিলেন পর্তুগালের জয়।

মঙ্গলবার উয়েফা নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে চেনা ছন্দে রোনাল্ডো। জোড়া গোল করলেন তিনি। রোনাল্ডো জ্বলে ওঠায় পর্তুগাল ম্যাচটা জিতল ২-০ গোলে। রোনাল্ডোর সামনে কেবল ইরানের তারকা স্ট্রাইকার আলি দায়ি। তাঁর গোল সংখ্যা ১০৯। সুইডেনের বিরুদ্ধে দুটো গোল করায় রোনাল্ডোর গোলসংখ্যা এখন ১০১।

Advertisement

আরও পড়ুন: কোয়রান্টিনে থাকবেন ছ’দিন, আইপিএলের জন্য আমিরশাহি রওনা দিলেন সৌরভ

২০০৪ সালের ইউরোয় গ্রিসের বিরুদ্ধে দেশের হয়ে প্রথম গোল করেছিলেন রোনাল্ডো। শততম গোলটি এল অভিষেকের ১৬ বছর পরে। নতুন মাইলফলক ছোঁয়ার মাঠটিও রোনাল্ডোর কাছে পয়মন্তই। ২০১৩ সালে ফ্রেন্ডস অ্যারেনায় ইব্রাহিমোভিচের সুইডেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো।

মঙ্গলবার বিরতির ঠিক আগের মুহূর্তে ফ্রি কিক থেকে সুইডেনের জাল কাঁপান রোনাল্ডো। শরীর ছুড়েও সেই বলের নাগাল পাননি সুইডিশ গোলকিপার রবিন ওলসেন। ১০১ নম্বর গোলটি আসে খেলার ৭২ মিনিটে। পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনাল্ডো। আর গোলের পরে সেই পরিচিত ভঙ্গিতে উদযাপন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন