Cristiano Ronaldo

Cristiano Ronaldo: জুভেন্টাসে সতীর্থদের বিদায় জানালেন রোনাল্ডো, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন মাঝ পথেই

রোমানোর দাবি ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে ফোনে কথা হয়েছে রোনাল্ডোর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ১৫:৫২
Share:

এই জার্সিতে আর দেখা যাবে না রোনাল্ডোকে। —ফাইল চিত্র

জুভেন্টাসে সতীর্থদের থেকে বিদায় নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪০ মিনিটের জন্য অনুশীলনে ছিলেন তিনি। তার পরেই বেরিয়ে যান। কয়েক ঘণ্টার মধ্যেই ক্লাব ছাড়তে চলেছেন বলে জানাচ্ছেন ইটালির সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো।

৪০ মিনিট থাকলেও অনুশীলন করেননি রোনাল্ডো। তিনি অপেক্ষা করছেন ম্যাঞ্চেস্টার সিটির থেকে সরকারি ভাবে চুক্তি পেশের। এখনও অবধি সব কিছুই মৌখিক ভাবে হয়েছে। রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডেজের সঙ্গে কথা হয়েছে সিটির।

Advertisement

রোমানোর দাবি ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে ফোনে কথা হয়েছে রোনাল্ডোর। ইটালিতে আর থাকতে রাজি নন তিনি। ৩১ অগস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তাই নতুন দলে সই করতে চাইছেন পর্তুগীজ তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement