ন’মাস পরে আবার পর্তুগালের জার্সিতে খেলবেন সি আর সেভেন

আগামী সপ্তাহে ২০২০ ইউরো কাপ যোগ্যতা অর্জন পর্বে পর্তুগাল দু’টি ম্যাচ খেলবে ইউক্রেন (২২ মার্চ) এবং সার্বিয়ার (২৫ মার্চ) বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে লিসবনে। দেশের মাটিতে সেই দুই ম্যাচে পর্তুগালের হয়ে ফের মাঠে নামবেন জুভেন্তাস তারকা। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ০৪:১১
Share:

ন’মাস পরে আবার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।—ফাইল চিত্র।

ন’মাস পরে আবার দেশের জার্সিতে খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।

Advertisement

আগামী সপ্তাহে ২০২০ ইউরো কাপ যোগ্যতা অর্জন পর্বে পর্তুগাল দু’টি ম্যাচ খেলবে ইউক্রেন (২২ মার্চ) এবং সার্বিয়ার (২৫ মার্চ) বিরুদ্ধে। দুটি ম্যাচই হবে লিসবনে। দেশের মাটিতে সেই দুই ম্যাচে পর্তুগালের হয়ে ফের মাঠে নামবেন জুভেন্তাস তারকা।

এর আগে তাঁকে বাদ দিয়েই জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস নেশনস লিগ ফাইনালে তুলেছেন পর্তুগালকে। কিন্তু জুভেন্তাসের হয়ে রোনাল্ডোর সাম্প্রতিক ফর্ম বিচার করে তাঁকে আবার দলে ফেরানো হয়েছে। জাতীয় দলের হয়ে তিনি ইতিমধ্যে ৮৫টি আন্তর্জাতিক গোল করে ফেলেছেন।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

দলে নেই ইস্কো: রিয়াল মাদ্রিদে তিনি নিয়মিত নন। এ বার স্পেন দল থেকেও বাদ গেলেন ইস্কো। শুক্রবার জাতীয় দলের কোচ লুইস এনরিকে দল ঘোষণা করেছেন নরওয়ে এবং মাল্টার বিরুদ্ধে ইউরো কাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য। ইস্কো ছাড়াও বাদ পড়েছেন কোকে এবং সল নিগুয়েস। ডাক পেয়েছেন ৩৩ বছরের জেসাস নাভাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন