Juventus

মায়ের ইচ্ছে রাখছেন না রোনাল্ডো, পর্তুগালে সম্ভবত ফিরছেন না সিআর৭

ফের একবার রোনাল্ডোর পরবর্তী ক্লাব নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১৬:২০
Share:

মায়ের সঙ্গে রোনাল্ডো। ছবি রয়টার্স

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন তাঁর এজেন্ট জর্জে মেন্দেস। জানিয়ে দিলেন, এই মুহূর্তে দেশের কোনও ক্লাবে খেলার ইচ্ছে নেই জুভেন্তাসের ফুটবলারের। ফলে ফের একবার রোনাল্ডোর পরবর্তী ক্লাব নিয়ে জল্পনা শুরু হয়ে গেল।

Advertisement

শুক্রবারই রোনাল্ডোর মা ডলোরেস জানিয়েছিলেন, ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফেরার জন্য অনুরোধ করবেন। স্পোর্টিং সমর্থকদের সেই আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ফুটবলজীবনের এই সফল মুহূর্তে পর্তুগালের মতো কম জনপ্রিয় লিগে যেতে চাইছেন না রোনাল্ডো।

পর্তুগালের এক সংবাদপত্রে মেন্দেস বলেছেন, “স্পোর্টিং এবার খেতাব জেতায় রোনাল্ডো খুবই খুশি। প্রকাশ্যে উচ্ছ্বাসও দেখিয়েছে। কিন্তু এই মুহূর্তে পর্তুগালের ওর ফেরার কোনও সম্ভাবনা নেই।”

Advertisement

জুভেন্তাস এবার সিরি আ খেতাব জিততে না পারলেও রোনাল্ডোর ছন্দ অব্যাহত। সম্প্রতি ক্লাবের হয়ে শততম গোল করেছেন। কিন্তু ক্লাবে একঘরে হয়ে পড়ার জল্পনাও ছড়িয়েছে। অনেকেরই ধারণা, রোনাল্ডো হয়তো আগামী মরসুমে প্যারিস সঁ জঁ-য় যোগ দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement