‘ক্রুয়েফ-পেনাল্টি’ নিয়ে বিতর্কে মেসি

রবিবার রাতে সেল্টা ভিগোকে ৬-১ হারায় বার্সেলোনা। বার্সা ৩-১ এগিয়ে থাকার সময় পেনাল্টি পায় লুইস এনরিকের দল। লিওনেল মেসি পেনাল্টি নিতে যান। বিস্ময়কর ভাবে মেসি শট না মেরে ডান দিকে বল ঠেলে দেন। মেসির একটু পিছনে থাকা লুইস সুয়ারেজ দৌড়ে এসে পাস থেকে গোল করেন।

Advertisement
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:৩৩
Share:

যে পেনাল্টি নিয়ে তোলপাড় ফুটবল বিশ্ব।

ঘটনা যা

Advertisement

রবিবার রাতে সেল্টা ভিগোকে ৬-১ হারায় বার্সেলোনা। বার্সা ৩-১ এগিয়ে থাকার সময় পেনাল্টি পায় লুইস এনরিকের দল। লিওনেল মেসি পেনাল্টি নিতে যান। বিস্ময়কর ভাবে মেসি শট না মেরে ডান দিকে বল ঠেলে দেন। মেসির একটু পিছনে থাকা লুইস সুয়ারেজ দৌড়ে এসে পাস থেকে গোল করেন। তবে বিতর্ক উস্কেছে, মেসিরা এই গোল করে সেল্টাকে আদতে অপমান করলেন। প্রসঙ্গত, ১৯৮২-তে আয়াখ্্সের হয়ে এ ভাবেই পেনাল্টিতে গোল করেন জোহান ক্রুয়েফ। জ্যাসপার ওলসেনের সঙ্গে পাস খেলে। তার পর থেকে বলা হয় ‘ক্রুয়েফ-পেনাল্টি’।

Advertisement

পেনাল্টি নিতে এগোচ্ছেন মেসি। সবাইকে অবাক করে ডান দিকে বল বাড়ালেন। সেল্টার ফুটবলাররা কিছু বুঝে ওঠার আগেই সুয়ারেজ বল জড়িয়ে দিলেন জালে।

নেইমার-উবাচ

ট্রেনিংয়ে এ রকম পেনাল্টি মুভমেন্ট প্র্যাকটিস করেছিলাম। প্ল্যানিংটা ছিল আমার জন্য। সুয়ারেজ কাছাকাছি ছিল বলে ও গোলটা করল।

নিয়ম কী

ফিফার ১৪ নম্বর ধারা বলছে, পেনাল্টি কিক যিনি নিচ্ছেন তিনি ফরোয়ার্ড পাস বাড়াতে পারেন। কিন্তু কোনও ভাবেই ব্যাক পাস করা চলবে না। আর যে প্লেয়ার পেনাল্টি নিচ্ছেন, তিনি অন্য কারও আগে আবার ওই বল টাচ করতে পারবেন না। দু’দলের অন্য যে কোনও ফুটবলার বলটা মারতে পারেন। তবে পেনাল্টি নেওয়ার আগে দু’দলের কোনও ফুটবলার বক্সের মধ্যে ঢুকে পড়লে আবার পেনাল্টি নিতে হবে।

ব্যাখ্যা দিচ্ছেন প্রদীপ নাগ

(প্রাক্তন ফিফা রেফারি)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement