লোঢা কমিটির রায়ের বিরুদ্ধে যে মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেছিল চেন্নাই সুপার কিংগস, তার জবাবে ভারতীয় বোর্ড বলে দিল যে সিএসকে ফ্র্যাঞ্চাইজির আইনি অস্তিত্বই নেই। সুতরাং তারা মামলা করতে পারে না। এফিডেভিট দিয়ে সিএসকের আবেদন খারিজ করে দেওয়ার প্রস্তাবও বোর্ড দিল আদালতকে।